ঘুম
ঘুম অনেক কারণে আসে না-
যান্ত্রিক গোলযোগ, কলকব্জা খারাপ
অথবা যখন সমুদ্রের ঢেউ ধাক্কা মারে উপকূলে মহানন্দে
অথবা হতাশার আগুনে ঝড়ের রুদ্র প্রতাপ।
আমি ঘুমের বড়ি খেয়ে রাতে ঘুমোতাম,
তবুও মাঝে মধ্যে ঘুম আসতো না।
জানলার দিকে তাকিয়ে দেখতাম সফলতার তারা,
যখন দরজায় নাড়তো কড়া বিফলতার কলিমা।
এখন ঘুমোই ওষুধ না খেয়ে আরামে,
যেমন জীবন শেষে মৃতদেহ শ্মশানে ঘুমোয় নিশ্চিন্তে।
জীবন আছে যখন ঘুমের ব্যাঘাত ঘটবেই...
মৃতের আশা হতাশা বিলীন হয় অদি অন্তে।
সফলতার আশা বুকে নিয়ে বেঁচে থাকি।
হতাশা ভুলে নিশ্চিন্তে ঘুমোই, ভোর বেলা জীবনের ছবি আঁকি।
মরার আগেও মানুষে শান্তিতে ঘুমোতে পারে।
জীবনের চঞ্চলতা ঘুম কেড়ে নিলেও সফলতা তার একলা হাতটা ধরে।
সফলতা আনে প্রশান্তি, প্রশান্তি আনে আরামের ঘুম।
হতাশায় চারদিক নয়গো নিস্তব্ধ নিঝুম।
যান্ত্রিক গোলযোগ, কলকব্জা খারাপ
অথবা যখন সমুদ্রের ঢেউ ধাক্কা মারে উপকূলে মহানন্দে
অথবা হতাশার আগুনে ঝড়ের রুদ্র প্রতাপ।
আমি ঘুমের বড়ি খেয়ে রাতে ঘুমোতাম,
তবুও মাঝে মধ্যে ঘুম আসতো না।
জানলার দিকে তাকিয়ে দেখতাম সফলতার তারা,
যখন দরজায় নাড়তো কড়া বিফলতার কলিমা।
এখন ঘুমোই ওষুধ না খেয়ে আরামে,
যেমন জীবন শেষে মৃতদেহ শ্মশানে ঘুমোয় নিশ্চিন্তে।
জীবন আছে যখন ঘুমের ব্যাঘাত ঘটবেই...
মৃতের আশা হতাশা বিলীন হয় অদি অন্তে।
সফলতার আশা বুকে নিয়ে বেঁচে থাকি।
হতাশা ভুলে নিশ্চিন্তে ঘুমোই, ভোর বেলা জীবনের ছবি আঁকি।
মরার আগেও মানুষে শান্তিতে ঘুমোতে পারে।
জীবনের চঞ্চলতা ঘুম কেড়ে নিলেও সফলতা তার একলা হাতটা ধরে।
সফলতা আনে প্রশান্তি, প্রশান্তি আনে আরামের ঘুম।
হতাশায় চারদিক নয়গো নিস্তব্ধ নিঝুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তৈয়বা মনির ২০/১০/২০১৯সুন্দর লিখা...শুভকামনা
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০১৯প্রশান্তির ঘুম।
-
টি এম আমান উল্লাহ ১৯/১০/২০১৯সুন্দর লেখনী