জ্বর জ্বালা
জীবনে জ্বর জ্বালা আসে বহুবার,
তবু থেমে থাকেনা জীবন।
শারীরিক অক্ষমতা, সকল বিফলতা কাটিয়ে ওঠে সে-
সময় তাকে তুলে দাঁড় করায়: লড়াকু প্রাণ, শক্ত মন।
শুয়ে বসে থাকাটা জীবন নয়।
গতিই জীবনের প্রকৃতি: জ্বর জ্বালায় নেই ভয়।
সময়ের হাত ধরেছি, তাই কোনও চিন্তা নেই।
জল যতই অতল হোক, সাঁতারু ঠিক পাবে খেই।
ছোট ছোট হেরে যাওয়া গুলো
পথ দেখায় বৃহত্তর যুদ্ধে সামিল হওয়ার।
মজবুত সৈনিক পিঠ দেখায় না, কাঁধও বাঁকায় না...
বৃহত্তর যুদ্ধে পার হয়ে যায় এপার ওপার।
জ্বর জ্বালাকে তাই বরণ করি।
ধৈর্য ধরে হালটি ধরি।
ঝড়কে আর লাগে না ভয়, যদিও সে নির্দয়।
সময়ের তালে তালে আসে বিজয়।
তবু থেমে থাকেনা জীবন।
শারীরিক অক্ষমতা, সকল বিফলতা কাটিয়ে ওঠে সে-
সময় তাকে তুলে দাঁড় করায়: লড়াকু প্রাণ, শক্ত মন।
শুয়ে বসে থাকাটা জীবন নয়।
গতিই জীবনের প্রকৃতি: জ্বর জ্বালায় নেই ভয়।
সময়ের হাত ধরেছি, তাই কোনও চিন্তা নেই।
জল যতই অতল হোক, সাঁতারু ঠিক পাবে খেই।
ছোট ছোট হেরে যাওয়া গুলো
পথ দেখায় বৃহত্তর যুদ্ধে সামিল হওয়ার।
মজবুত সৈনিক পিঠ দেখায় না, কাঁধও বাঁকায় না...
বৃহত্তর যুদ্ধে পার হয়ে যায় এপার ওপার।
জ্বর জ্বালাকে তাই বরণ করি।
ধৈর্য ধরে হালটি ধরি।
ঝড়কে আর লাগে না ভয়, যদিও সে নির্দয়।
সময়ের তালে তালে আসে বিজয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২১/১০/২০১৯ভালো