জীবনে আছে তাই
জীবন আছে তাই অপেক্ষা থাকবেই।
অপেক্ষা যেখানে নেই, সেখানে জীবনও নেই।
জীবন বসবাস করে দুশ্চিন্তা সঙ্গে নিয়ে।
মৃতদেহ অসাড়, চিন্তা শক্তি হারিয়েছে মারা গিয়ে।
জীবন খেলা করে পরাজয়ের হাত ধরে।
যে জীবনে পরাজয় নেই, সেই জীবন না লড়েই ঘুমিয়ে পড়ে।
জীবন এগিয়ে চলে লাঞ্চনার পথে হেঁটে।
হরি নামে জয়ধ্বনি শবযাত্রার সময়ই জোটে।
কিন্তু সব কাঁটাতার পেরিয়ে জীবন দেখে সূর্যোদয়।
শ্মশান ঘাটের প্রাণহীন সূর্যাস্ত তার মনে জাগায়না অবক্ষয়।
অপেক্ষা দুশ্চিন্তা পরাজয় লাঞ্ছনা যা কিছু...
সত্যের কাছে মুখ লুকায়, সময়ের সাথে যায় হটে পিছু।
জীবন এগিয়ে চলে আপন বেগে।
হতাশা ঘুমিয়ে পড়ে, দিনে রাতে শুধু স্রোত থাকে জেগে।
জীবন আছে তাই বেঁচে আছে গান।
মনের গভীরে স্বপ্ন, প্রাণের ভিতর জ্ঞান।
অপেক্ষা যেখানে নেই, সেখানে জীবনও নেই।
জীবন বসবাস করে দুশ্চিন্তা সঙ্গে নিয়ে।
মৃতদেহ অসাড়, চিন্তা শক্তি হারিয়েছে মারা গিয়ে।
জীবন খেলা করে পরাজয়ের হাত ধরে।
যে জীবনে পরাজয় নেই, সেই জীবন না লড়েই ঘুমিয়ে পড়ে।
জীবন এগিয়ে চলে লাঞ্চনার পথে হেঁটে।
হরি নামে জয়ধ্বনি শবযাত্রার সময়ই জোটে।
কিন্তু সব কাঁটাতার পেরিয়ে জীবন দেখে সূর্যোদয়।
শ্মশান ঘাটের প্রাণহীন সূর্যাস্ত তার মনে জাগায়না অবক্ষয়।
অপেক্ষা দুশ্চিন্তা পরাজয় লাঞ্ছনা যা কিছু...
সত্যের কাছে মুখ লুকায়, সময়ের সাথে যায় হটে পিছু।
জীবন এগিয়ে চলে আপন বেগে।
হতাশা ঘুমিয়ে পড়ে, দিনে রাতে শুধু স্রোত থাকে জেগে।
জীবন আছে তাই বেঁচে আছে গান।
মনের গভীরে স্বপ্ন, প্রাণের ভিতর জ্ঞান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/১০/২০১৯সুন্দর কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১০/২০১৯ভালো।
-
আব্দুল হক ১৭/১০/২০১৯বেশ ভালো লিখেছেন।