কার হাত ধরবো
কার হাত ধরবো?
এখন ধরে আছি জীবিকার হাত।
মা বাবার হাত ধরে বড় হয়েছি...
চেনা দেশে অচেনা সুর, চেনা পথ বিপথ!
বড় যারা হতে চায়, তারা স্বার্থপর:
বর্তমানে ছাপে জনমত।
লড়াই শেষে ফিরবো দেশে-
দু চোখ ছুঁয়ে নিচ্ছি শপথ।
কারো বাড়া ভাতে না দিয়ে ছাই,
এই শিক্ষিত পুঁজিপতি জোটাবে পেটের ভাত।
নিজের এঁটো কাঁটা নিজেই ফেলবে সে-
খাওয়া শেষে কুড়োবে নিজের পাত।
হবু বিজ্ঞানীর কাছে বিজ্ঞানের সেবাই শ্রেষ্ঠ-
শরীর মন দিনরাত করছি পাত।
যুদ্ধে যে সৈনিক লড়ে, সবই তার খাঁটি-
নেই তার কোনও অজুহাত।
চলি রাজপথ বেয়ে দু দন্ড শান্তির আশায়...
সমুদ্র তীরে বসে দেখি ঢেউ-এর সংঘাত।
মন্দিরে ঢুকি মাথা নত করে-
অনাথকে ঠাঁই দেবেন দেশের নাথ।
এখন ধরে আছি জীবিকার হাত।
মা বাবার হাত ধরে বড় হয়েছি...
চেনা দেশে অচেনা সুর, চেনা পথ বিপথ!
বড় যারা হতে চায়, তারা স্বার্থপর:
বর্তমানে ছাপে জনমত।
লড়াই শেষে ফিরবো দেশে-
দু চোখ ছুঁয়ে নিচ্ছি শপথ।
কারো বাড়া ভাতে না দিয়ে ছাই,
এই শিক্ষিত পুঁজিপতি জোটাবে পেটের ভাত।
নিজের এঁটো কাঁটা নিজেই ফেলবে সে-
খাওয়া শেষে কুড়োবে নিজের পাত।
হবু বিজ্ঞানীর কাছে বিজ্ঞানের সেবাই শ্রেষ্ঠ-
শরীর মন দিনরাত করছি পাত।
যুদ্ধে যে সৈনিক লড়ে, সবই তার খাঁটি-
নেই তার কোনও অজুহাত।
চলি রাজপথ বেয়ে দু দন্ড শান্তির আশায়...
সমুদ্র তীরে বসে দেখি ঢেউ-এর সংঘাত।
মন্দিরে ঢুকি মাথা নত করে-
অনাথকে ঠাঁই দেবেন দেশের নাথ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ১৬/১০/২০১৯ভালো
-
তৈয়বা মনির ১৬/১০/২০১৯খুব সুন্দর লিখেছেন কবি...