অনেক দিন আকাশ মেঘলা থাকার পর
অনেক দিন আকাশ মেঘলা থাকার পর
হঠাৎ এক ঝলক আলো প্রবেশ করল ঘরে।
এক যুগের অন্ধকার যা কিছু ছিল,
এক নিমেষে চলে গেল ওপারের অজানা সুদূরে।
প্রাপ্তি মানে পাওয়া, সমুদ্রের অতল তল থেকে।
মুক্ত সমেত ঝিনুকটাকে দেখি বারবার ঘুরে ঘুরে।
ভবিষ্যৎ দিল্লির ধোঁয়াশার মতো...
নিয়তি তারই মাথায় হাত রাখে, যে দাঁতে দাঁত কামড়ে লড়ে।
ওপার দেখতে পায় না কেউ,
তবু ঢেউ দেখতে যায় লোকে সমুদ্র তীরে।
সময় দেখতে পায় না কেউ,
তবু তার স্রোতের সাথে এগোতে মানুষ প্রগতির হাত ধরে।
একদিন নদী গেছিল শুকিয়ে, পিঁপড়েরা হাঁটছিল মাছের কঙ্কাল বেয়ে।
এখন বর্ষার বন্যা এসেছে ছুটে খরাময় প্রান্তরে।
কবরস্থানে নেমেছে বসন্তের বিলাসী বিকেল-
মৃত্যুর জড়তা অতিক্রান্ত হয়েছে কোকিলের কুহু সুরে।
কৃষক দড়ি বাঁধে গাছের ডালে, দোলনা বানাবে।
অন্ধ চিন্তাধারা শীত ঘুমের কাছে বশ্যতা স্বীকার করে।
পাতা ঝরার দিন শেষ: ঝরা পাতা কুড়িয়ে নিয়ে গেছে সফলতা।
প্রাণের উল্লাসে স্পন্দন জাগে প্রকৃতির ক্রোড়ে।
হঠাৎ এক ঝলক আলো প্রবেশ করল ঘরে।
এক যুগের অন্ধকার যা কিছু ছিল,
এক নিমেষে চলে গেল ওপারের অজানা সুদূরে।
প্রাপ্তি মানে পাওয়া, সমুদ্রের অতল তল থেকে।
মুক্ত সমেত ঝিনুকটাকে দেখি বারবার ঘুরে ঘুরে।
ভবিষ্যৎ দিল্লির ধোঁয়াশার মতো...
নিয়তি তারই মাথায় হাত রাখে, যে দাঁতে দাঁত কামড়ে লড়ে।
ওপার দেখতে পায় না কেউ,
তবু ঢেউ দেখতে যায় লোকে সমুদ্র তীরে।
সময় দেখতে পায় না কেউ,
তবু তার স্রোতের সাথে এগোতে মানুষ প্রগতির হাত ধরে।
একদিন নদী গেছিল শুকিয়ে, পিঁপড়েরা হাঁটছিল মাছের কঙ্কাল বেয়ে।
এখন বর্ষার বন্যা এসেছে ছুটে খরাময় প্রান্তরে।
কবরস্থানে নেমেছে বসন্তের বিলাসী বিকেল-
মৃত্যুর জড়তা অতিক্রান্ত হয়েছে কোকিলের কুহু সুরে।
কৃষক দড়ি বাঁধে গাছের ডালে, দোলনা বানাবে।
অন্ধ চিন্তাধারা শীত ঘুমের কাছে বশ্যতা স্বীকার করে।
পাতা ঝরার দিন শেষ: ঝরা পাতা কুড়িয়ে নিয়ে গেছে সফলতা।
প্রাণের উল্লাসে স্পন্দন জাগে প্রকৃতির ক্রোড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৫/১০/২০১৯অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০১৯বেশ তো!
-
মহিউদ্দিন রমজান ১৫/১০/২০১৯ভালো লিখেছেন।