মুক্তির গল্প কবিতায় শোনাবো
গরীব বাড়ায় ভিক্ষার হাত।
বড়লোকে কেড়ে খায়।
মধ্যবিত্ত কোনওটাই পারে না-
সভ্য হতে গেলে লেখাপড়া শিখতে হয়!
উচ্চ মধ্যবিত্ত যখন বই ছেপে বসে থাকে,
নিম্ন মধ্যবিত্তের হাতে তখনও কলম কাগজ।
বড়লোক ঘুড়ি ওড়াতে ব্যস্ত,
আর গরীব নিখোঁজ।
আমি সিঁড়ি বেয়ে উঠছি-
প্রথম সিঁড়ির নাম জীবন কাল,
দ্বিতীয়টা ভোরের সফলতা,
আর তৃতীয়টা সচ্ছলতায় মোড়া দিনকাল...
মা বাবার লড়াই হৃদয়ে তুলি দিয়ে আঁকা।
আমার লড়াইয়ে ভরা মনের খাতা।
যাত্রা পথের ক্ষতগুলো সেরে গেলেও,
তাতে ভীষণ একটা অজানা ব্যথা।
সবই ঠিক ছিল, আছে এবং থাকবে।
সঠিক পথেই জ্ঞানের আলো জ্বালাবো-
একবার জ্বললে যা নেভে না কখনও...
মুক্তির গল্প কবিতায় শোনাবো।
বড়লোকে কেড়ে খায়।
মধ্যবিত্ত কোনওটাই পারে না-
সভ্য হতে গেলে লেখাপড়া শিখতে হয়!
উচ্চ মধ্যবিত্ত যখন বই ছেপে বসে থাকে,
নিম্ন মধ্যবিত্তের হাতে তখনও কলম কাগজ।
বড়লোক ঘুড়ি ওড়াতে ব্যস্ত,
আর গরীব নিখোঁজ।
আমি সিঁড়ি বেয়ে উঠছি-
প্রথম সিঁড়ির নাম জীবন কাল,
দ্বিতীয়টা ভোরের সফলতা,
আর তৃতীয়টা সচ্ছলতায় মোড়া দিনকাল...
মা বাবার লড়াই হৃদয়ে তুলি দিয়ে আঁকা।
আমার লড়াইয়ে ভরা মনের খাতা।
যাত্রা পথের ক্ষতগুলো সেরে গেলেও,
তাতে ভীষণ একটা অজানা ব্যথা।
সবই ঠিক ছিল, আছে এবং থাকবে।
সঠিক পথেই জ্ঞানের আলো জ্বালাবো-
একবার জ্বললে যা নেভে না কখনও...
মুক্তির গল্প কবিতায় শোনাবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০১৯ভালো লাগলো।
-
মহিউদ্দিন রমজান ১৫/১০/২০১৯ভালো লিখেছেন