ধান দূর্বা
মানুষের অবচেতন মন স্বপ্ন দেখে।
বাস্তব আকাশের চাঁদ নয়, পৃথিবীর শক্ত মাটি।
জয় পরাজয় একে অপরের হাত ধরে চলে পথ বেয়ে-
এখানে লড়াইটাই খাঁটি।
বাগানের গাছে ফুল ফোটে।
রাস্তা গড়ে মানুষ পাথর ভেঙে।
তার শক্ত হাত ফুল গাছ ছুঁয়েও দেখে না-
তবু ফুল গাছের বীজ পুঁতে স্রোত আনে মরা গাঙে।
স্বচ্ছ আকাশ দেখায় রামধনু।
স্বচ্ছ জীবন দেখায় ব্যস্ততা-
সাদা কালো মেখে চলে রঙিন জীবন...
সাত রং জাগায় না কোনও রকম চঞ্চলতা!
ফুরফুরে হাওয়া খেতে খুব ভালো লাগে,
তবে এই হাওয়ায় ঘাম শুকোয় না!
কেবল ঝড়ই আনে প্রশান্তি
কারণ সংগ্রামের মধ্যে দিয়েই মানুষ এগিয়ে চলে এক পা দু পা।
আমি ভ্রমণ করতে আসিনি।
আসিনি সরাইখানায় খানিকক্ষণ জিরিয়ে নিতে।
চলি পথ বেয়ে: আলপথ, রেলপথ, রাজপথ...
লক্ষ্মীর ঘটে ধান দূর্বা দিতে।
বাস্তব আকাশের চাঁদ নয়, পৃথিবীর শক্ত মাটি।
জয় পরাজয় একে অপরের হাত ধরে চলে পথ বেয়ে-
এখানে লড়াইটাই খাঁটি।
বাগানের গাছে ফুল ফোটে।
রাস্তা গড়ে মানুষ পাথর ভেঙে।
তার শক্ত হাত ফুল গাছ ছুঁয়েও দেখে না-
তবু ফুল গাছের বীজ পুঁতে স্রোত আনে মরা গাঙে।
স্বচ্ছ আকাশ দেখায় রামধনু।
স্বচ্ছ জীবন দেখায় ব্যস্ততা-
সাদা কালো মেখে চলে রঙিন জীবন...
সাত রং জাগায় না কোনও রকম চঞ্চলতা!
ফুরফুরে হাওয়া খেতে খুব ভালো লাগে,
তবে এই হাওয়ায় ঘাম শুকোয় না!
কেবল ঝড়ই আনে প্রশান্তি
কারণ সংগ্রামের মধ্যে দিয়েই মানুষ এগিয়ে চলে এক পা দু পা।
আমি ভ্রমণ করতে আসিনি।
আসিনি সরাইখানায় খানিকক্ষণ জিরিয়ে নিতে।
চলি পথ বেয়ে: আলপথ, রেলপথ, রাজপথ...
লক্ষ্মীর ঘটে ধান দূর্বা দিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১৫/১০/২০১৯সুন্দর লিখন।শুভেচ্ছা.....
-
অবিরুদ্ধ মাহমুদ ১২/১০/২০১৯অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ১২/১০/২০১৯বেশ!
-
সুপ্রিয় কুমার চক্রবর্তী ১২/১০/২০১৯ভিন্নধর্মী কবিতার সরস উপস্থাপন !
-
জাহিরুল মিলন ১২/১০/২০১৯প্রকৃতির