শেষে হয়েও যেন শেষ হয়না কিছু
শেষ হয়েও যেন শেষ হয়না কিছু-
একটা লড়াই শেষ হলে, আরেকটা নেয় পিছু।
সমুদ্র তীরের মতো জীবন সদা চঞ্চল-
ঢেউয়ের উন্মাদনা ছাড়া দেওয়াল ঘড়িটা একেবারে অচল।
দেহের ভিতর প্রাণ আছে, প্রাণের ভিতর স্পন্দন।
মনের ভিতর স্বপ্ন আছে, স্বপ্নকে ঘেরে আশার বন্ধন।
দিনে সূর্য ওঠে, রাতে চাঁদ।
আলো বলে, 'সফলতার আনন্দে কাঁদ'।
করো ভবিষ্যৎ চোরাবালি, কারো তা শক্ত মাটি:
কেউ জেগে ঘুমায়, কারো লড়াই খাঁটি।
কার্গিল বা সিয়াচেন কোথাও আমি চাকরি পাইনি।
আমি ঘুমাই রোজ রাতে কিন্তু আমার জীবন কখনও ঘুমায়নি।
মনুষ জন্মায় স্হলে,
তথাপি তার জীবন সময় হয়ে নদীর স্রোতের সাথে বয়ে চলে।
একটা লড়াই শেষ হলে, আরেকটা নেয় পিছু।
সমুদ্র তীরের মতো জীবন সদা চঞ্চল-
ঢেউয়ের উন্মাদনা ছাড়া দেওয়াল ঘড়িটা একেবারে অচল।
দেহের ভিতর প্রাণ আছে, প্রাণের ভিতর স্পন্দন।
মনের ভিতর স্বপ্ন আছে, স্বপ্নকে ঘেরে আশার বন্ধন।
দিনে সূর্য ওঠে, রাতে চাঁদ।
আলো বলে, 'সফলতার আনন্দে কাঁদ'।
করো ভবিষ্যৎ চোরাবালি, কারো তা শক্ত মাটি:
কেউ জেগে ঘুমায়, কারো লড়াই খাঁটি।
কার্গিল বা সিয়াচেন কোথাও আমি চাকরি পাইনি।
আমি ঘুমাই রোজ রাতে কিন্তু আমার জীবন কখনও ঘুমায়নি।
মনুষ জন্মায় স্হলে,
তথাপি তার জীবন সময় হয়ে নদীর স্রোতের সাথে বয়ে চলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/১০/২০১৯ভালো।
-
রাজু দাস ১১/১০/২০১৯অসাধারণ লেখনী 💐💐✍✍
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/১০/২০১৯চমৎকার