ঘোষণা করবো জয়
মা বাবার পাশে দাঁড়াতে চেয়েছি।
দাঁড়াতে চেয়েছি নিজের পায়ে।
তাই রাজনীতির পথে বাড়াইনি পা
আর প্রেম মরে গেছে বিরহের ঘায়ে।
বন্ধুহীন কাটিয়েছি জীবন,
শুধু মা বাবাকে সঙ্গী করে-
সাথী আমার নেই বললেই চলে।
নিজের অন্তরে নিজেই থাকি: বায়রের জগতটা আটকা পড়েছে আমার ছোট্ট ঘরে।
বিজ্ঞান আমার শ্বাস প্রশ্বাস;
কবিতা আমার প্রাণ।
বিজ্ঞান আমার সুর তাল লয়;
কবিতা আমার গান।
বাগানে যে ফুল ফুটবে আজ,
তার কুঁড়ির ভিতর আছে আগামীর বার্তা।
ঘরের প্রদীপ বায়রে জ্বালাবে আলো-
দু চোখ ভরে দেখবে আম জনতা।
নতুন কিছু করার আশায় আমি পথ চলি-
ঠেকায় পড়ে পথ চলতে হবে সেই কারণে নয়।
হারিয়ে যাব না জনসমুদ্রে, মিলিয়ে যাব না অনন্ত নীলে,
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা করবো জয়।
দাঁড়াতে চেয়েছি নিজের পায়ে।
তাই রাজনীতির পথে বাড়াইনি পা
আর প্রেম মরে গেছে বিরহের ঘায়ে।
বন্ধুহীন কাটিয়েছি জীবন,
শুধু মা বাবাকে সঙ্গী করে-
সাথী আমার নেই বললেই চলে।
নিজের অন্তরে নিজেই থাকি: বায়রের জগতটা আটকা পড়েছে আমার ছোট্ট ঘরে।
বিজ্ঞান আমার শ্বাস প্রশ্বাস;
কবিতা আমার প্রাণ।
বিজ্ঞান আমার সুর তাল লয়;
কবিতা আমার গান।
বাগানে যে ফুল ফুটবে আজ,
তার কুঁড়ির ভিতর আছে আগামীর বার্তা।
ঘরের প্রদীপ বায়রে জ্বালাবে আলো-
দু চোখ ভরে দেখবে আম জনতা।
নতুন কিছু করার আশায় আমি পথ চলি-
ঠেকায় পড়ে পথ চলতে হবে সেই কারণে নয়।
হারিয়ে যাব না জনসমুদ্রে, মিলিয়ে যাব না অনন্ত নীলে,
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা করবো জয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৪/১২/২০১৯অনবদ্য
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/১০/২০১৯khub valo
-
মোঃ সরব বাবু ০৮/১০/২০১৯বানানে মনোযোগ দেবেন ।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১০/২০১৯ভালো।
-
পি পি আলী আকবর ০৮/১০/২০১৯দারুণ