চেকপোস্ট
রাস্তার দু ধারে দোকানপাট।
গলির দু ধারে ঘরবাড়ি।
আলের দু ধারে ধান খেত...
আমার চলার পথে চেকপোস্ট বসানো সারি সারি!
আমার মনে প্যাঁচ নেই-
কারো ক্ষতি করে বড় হব: একথা আনি না মনে।
সততার সাথে চালাকি করি...
ফুরফুরে বাতাস বয় স্পন্দিত প্রাণে।
ঠকতে ঠকতে শিখেছি প্রচুর।
জেনেছি এই জগতের রূপ।
মুখোশ ছাড়া মানুষই হয় না-
অর্থই কথা বলে: নইলে সব নিশ্চুপ।
সৎ পথে দাঁড়াতে সময় লাগে।
অসৎ দপ্ করে জ্বলে, দপ্ করে নেভে।
তাই ধৈর্যের সাথে অপেক্ষা করা উচিত-
সময় ও পরিশ্রম ঠিকই ফল দেবে।
সফলতার আরেক নাম সূর্যোদয়-
সফল মানুষের পাশেই থাকে সখা সমাজ সংসার...
সফলতার মইটা মা বাবা শক্ত করে ধরে আছেন নীচ থেকে,
আর আমি ধাপে ধাপে উঠছি উপর।
গলির দু ধারে ঘরবাড়ি।
আলের দু ধারে ধান খেত...
আমার চলার পথে চেকপোস্ট বসানো সারি সারি!
আমার মনে প্যাঁচ নেই-
কারো ক্ষতি করে বড় হব: একথা আনি না মনে।
সততার সাথে চালাকি করি...
ফুরফুরে বাতাস বয় স্পন্দিত প্রাণে।
ঠকতে ঠকতে শিখেছি প্রচুর।
জেনেছি এই জগতের রূপ।
মুখোশ ছাড়া মানুষই হয় না-
অর্থই কথা বলে: নইলে সব নিশ্চুপ।
সৎ পথে দাঁড়াতে সময় লাগে।
অসৎ দপ্ করে জ্বলে, দপ্ করে নেভে।
তাই ধৈর্যের সাথে অপেক্ষা করা উচিত-
সময় ও পরিশ্রম ঠিকই ফল দেবে।
সফলতার আরেক নাম সূর্যোদয়-
সফল মানুষের পাশেই থাকে সখা সমাজ সংসার...
সফলতার মইটা মা বাবা শক্ত করে ধরে আছেন নীচ থেকে,
আর আমি ধাপে ধাপে উঠছি উপর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৯/১২/২০১৯অনবদ্য
-
পি পি আলী আকবর ০৮/১০/২০১৯সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/১০/২০১৯অসামান্য লেখনী
-
আলোকিত অন্ধকার ০৭/১০/২০১৯একটু এলোমেলো লাগলো...।