www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কর্ম না কর্মফল

ভাগ্য মানুষ গড়ে না মানুষ ভাগ্য গড়ে ? ভেবে চিন্তে দেখা যাক |

প্রথম কথা বলে রাখি- বড়লোকের ঘরে বড়লোক জন্মায় আর গরীবের ঘরে গরীব | বড়লোকের প্রচুর টাকা তাই লেখাপড়া করে দাঁড়াবার প্রয়োজন নেই | বংশানুক্রমে ভাতকাপড়ের অভাব হয় না | ওদের ব্যাঙ্ক ব্যালেন্স এক সমুদ্র, তার থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কমে না ! গরীবের মাথায় প্রচুর চাপ | তার দিন আনা দিন খাওয়া | একদিন কাজ না করলে সে খেতে পাবে না | তাই লেখাপড়া করার তার অবকাশ নেই | ছোটোর থেকে সে খেটে খেতে শেখে | মধ্যবিত্তরাই লেখাপড়া করে | মর্যাদার সাথে বেঁচে থাকার এটাই প্রকৃত রাস্তা | লেখাপড়া শিখে খুব কম লোকই বড়লোক হয় | দেবী সরস্বতী আর মা লক্ষ্মী খুব কম ঘরেই এক সাথে বিরাজ করেন |

ব্যাবসায়ী, পড়ুয়া, শ্রমিক- এই তিন ভাগে সমাজ বিভক্ত | এটা গত জন্মের কর্মফল নয় যে ভগবান বলে দেবেন কে কোন ঘরে জন্মাবে ! জন্ম মা বাবা দেন, প্রাণের সঞ্চার ঘটে বিজ্ঞানের কারণে | যদি আত্মা বলে কিছু থাকতো, তাহলে এত লোক সংখ্যা বাড়লো কীভাবে ? কোনও কর্মফলে নয়, চেষ্টা করলেই মানুষ বড় হয় | যে যেই দিকে বুদ্ধি খাটায়, সে সেই দিকেই সফলতা অর্জন করে- ব্যবসা করলে ব্যবসা, লেখাপড়া করলে লেখাপড়া, শ্রম করলে শ্রম, চুরি করলে চুরি..........| হ্যাঁ, বুদ্ধির তারতম্য তো আছেই | সেটা জিনের উপর নির্ভর করে | আবার হীরে খনি থেকে তুললেই চকচক করে না, তাকে মাজতে ঘষতে হয় | বুদ্ধিও ঠিক হীরেরই মতো | আর একটা কথা আছে, সুপারিশ | সৎ পথে কাজ করে, মিষ্টি কথায়, ঠান্ডা মাথায় গুরুর সুপারিশ আদায় করতে হয় | চালাকি করে নয় | এই সুপারিশের উপর অনেক কিছুই নির্ভর করে | মুখচোরা হলে চলবে না | গ্রহ নক্ষত্রের উপর ভরসা করলে চলবে না | শনি গ্রহ হল মাটির বড় একটা তাল | তিনি সদয় হলে তোমাকে চাকরি দেবেন আর সদয় না হলে তোমার পা ভেঙে দেবেন- এতো মূর্খের কথা | শনির চোখ নেই, তাই দৃষ্টি দেন না | শনি থেকে কোনও রশ্মি বা বিকিরণ পৃথিবীতে এসে পৌঁছোয় না | শনির ভয়ে তাই ভীত হয়ো না | আর একটা কথা- সুযোগ জীবনে একবারই আসে | যদি কেউ সুযোগ হাতছাড়া করে ফেলে, সে পিছনেই পড়ে থাকে চিরকাল |

ওপরওয়ালা আছেন নাকি তা ওপরওয়ালাই জানেন ! তোমার হাতপা আছে, করে খাও | যেমন কাজ করবে ঠিক তেমনই ফল পাবে | এ জন্মেই | তাই হাল ছেড়ো না | ধৈর্য ধরে লেগে থাকো কাজে, ফল ঠিক পাবে | কোনও পরিশ্রম বিফলে যায় না | আর সর্বদা নিজের কাজে মন দেবে, অপরের কাজে নাক গলিও না | দেখবে সফলতা তোমার জন্যই অপেক্ষা করছে | তোমাকে আর সফলতার পিছনে দৌড়াতে হবে না |

মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে, যেমন সূর্য পূর্ব দিকেই ওঠে, পশ্চিমে নয় !
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast