www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিকড়ের টান

কর্মসূত্রে মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয় | ত্যাগ করতে হয় জন্মভূমিও | কাজের তাগিদে যারা ঘুরে বেড়ায় তারা কাজ প্রিয় | এমনটা নয় যে তারা নিজের স্বার্থে ঘুরে বেড়ায় | তারা ঘুরে বেড়ায় কাজের স্বার্থে দেশ থেকে দেশান্তরে | নতুন জায়গায় গিয়ে মানুষ নতুন ভাবে জীবন শুরু করে | নতুন পরিবেশে বেশ খাপ খাইয়ে নেয় | নতুন বন্ধু করে | তার মানে এই নয় যে সে পুরোনো সব কিছু ভুলে যায় | পুরোনো পরিবেশ, পুরোনো বন্ধু সবই বেঁচে থাকে তার সদা চলমান জীবনের মনের ভিতর |

দূরে থেকেও মানুষ ভাবে জন্মভূমির কথা, মা বাবা ভাই বোনের কথা, শৈশবের খেলার সাথীদের কথা, স্কুল কলেজের সহপাঠীদের কথা- ভাবে আরো কত কিছু | কত স্মৃতি মেঘ হয়ে উড়ে বেড়ায় মনের আকাশে | হয়তো কাজের তাড়নায় নিজের ভালোলাগা ভালোবাসাকে সে কাছ থেকে ছুঁতে পারেনা কিন্তু দূর থেকে অনুভব করতে পারে তার অস্তিত্ব নিজের বুকের ভিতর | সরস্বতী নদী যেমন হারিয়ে গিয়েও হারায়নি ঠিক তেমনই মানুষ যেখানেই থাকুকনা কেন সে তার সত্তা হারায় না কখনও | হয়তো কোনও প্রিয়জনের শেষ সময়ে সে উপস্থিত থাকতে পারেনা কিন্তু তার চিরতরে ছেড়ে চলে যাওয়াকে কেন্দ্র করে তার হৃদয়ে শতাব্দীর শেষ অন্ধকার নেমে আসে | কাজের মধ্যে থেকে সে শিখে নেয় তার দুঃখটাকে প্রকাশ না করতে কিন্তু ভুলতে পারেনা তাকে | কতশত প্রিয়জনকে শেষ সময় না দেখতে পাওয়ার আপসোস তাকে চোরাবালির মতো গ্রাস করে |

বহু মানুষ কর্মবিমুখ | জীবনে নতুন কিছু করার বা করে দেখাবার তাগিদ অনুভব করেনা | ঘরের কোণে বসে থাকে ঘুণ ধরা পরিত্যক্ত আসবাবপত্রের মতো | প্রতিবেশীর সুখে দুঃখে তাদের কোনও রকম অনুভূতি নেই, সহানুভূতিও নেই | এমনকি প্রিয়জনের প্রতিও নয় | শুধু একটা লোক দেখানো ভাব- কত সেবা যত্ন করছি কাছে থেকে | মনে হয় শিকড়ের কাছে যারা থাকে শিকড়ের প্রতি তাদের টান কম | কোনও প্রবাসীকে দেখলেই তারা বলে, 'আমি স্বার্থপর হতে পারিনি' | সে যদি জবাব দেয়, 'আমি দূর থেকে টাকা দিয়ে সাহায্য করেছি,' তাহলে তাকে শুনতে হবে, 'শুধু টাকা দিয়েই খালাস বলো' | এই কথাগুলোর উৎপত্তি কি থেকে- হতাশাবোধ থেকে না ঈর্ষাবোধ থেকে তা আমি ঠিক বুঝে উঠতে পারিনা |
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৪৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিতোষ ভৌমিক ২ ০৫/১০/২০১৯
    লেখকের লেখাটি বেশ মনযোগ দিয়েই পড়লাম । শুভ্রজিত বাবু এরকম লেখা যে একেবারে ব্যক্তিগত উপলব্দি থেকেই আসে তা নয় আমাদের চারপাশের বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে । তবে কি, জীবন যেখানে যেরকম সে ভাবেই সাজাতে হয় নিজেকে , পাছে লোকে কিছু বলে এটাতো আমাদের বাঙালীর ধর্ম ।
    আপনার লেখা বেশ ভালো, চালিয়ে যান । শুভেচ্ছা জানবেন ।
  • আমার কথায় যদি এতটুকুও উৎসাহ পেয়ে থাকেন লেখক, তবে লেখা চালিয়ে যাবেন।
    ধন্যবাদ............
 
Quantcast