www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সস্তা দরে

শোকে মানুষ পাথর হয়ে যায়,
আবার সেই মানুষই পাথর ভেঙে রাস্তা গড়ে!
যত ধাক্কাই খাক না নদী, পথ ঠিক খুঁজে আনে-
হারতে হারতেই মানুষ জিত আনে লড়ে।
রবার্ট ব্রুস-এর মতো লেগে থাকো-
মাকড়সা একটা পোষো ঘরে।
রক্ত পরীক্ষা করলেই রোগটা জানা যায়-
কেউ মরে না অজানা জ্বরে।
শীত যতই দেউলিয়া করুক বিশ্বচরাচর-
শেষ বেলায় বসন্ত এসে দরজায় কড়া নাড়ে।
মৃত্যু আসে একবার, যে কথাটা মানে-
ঝরার আগে সে কখনও না ঝরে।
অন্ধকার যত ঘনই হোক না কেন,
আগামীর দিন দেয় না বিকিয়ে সত্তা সস্তা দরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast