সস্তা দরে
শোকে মানুষ পাথর হয়ে যায়,
আবার সেই মানুষই পাথর ভেঙে রাস্তা গড়ে!
যত ধাক্কাই খাক না নদী, পথ ঠিক খুঁজে আনে-
হারতে হারতেই মানুষ জিত আনে লড়ে।
রবার্ট ব্রুস-এর মতো লেগে থাকো-
মাকড়সা একটা পোষো ঘরে।
রক্ত পরীক্ষা করলেই রোগটা জানা যায়-
কেউ মরে না অজানা জ্বরে।
শীত যতই দেউলিয়া করুক বিশ্বচরাচর-
শেষ বেলায় বসন্ত এসে দরজায় কড়া নাড়ে।
মৃত্যু আসে একবার, যে কথাটা মানে-
ঝরার আগে সে কখনও না ঝরে।
অন্ধকার যত ঘনই হোক না কেন,
আগামীর দিন দেয় না বিকিয়ে সত্তা সস্তা দরে।
আবার সেই মানুষই পাথর ভেঙে রাস্তা গড়ে!
যত ধাক্কাই খাক না নদী, পথ ঠিক খুঁজে আনে-
হারতে হারতেই মানুষ জিত আনে লড়ে।
রবার্ট ব্রুস-এর মতো লেগে থাকো-
মাকড়সা একটা পোষো ঘরে।
রক্ত পরীক্ষা করলেই রোগটা জানা যায়-
কেউ মরে না অজানা জ্বরে।
শীত যতই দেউলিয়া করুক বিশ্বচরাচর-
শেষ বেলায় বসন্ত এসে দরজায় কড়া নাড়ে।
মৃত্যু আসে একবার, যে কথাটা মানে-
ঝরার আগে সে কখনও না ঝরে।
অন্ধকার যত ঘনই হোক না কেন,
আগামীর দিন দেয় না বিকিয়ে সত্তা সস্তা দরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ বিশ্বাস ১৭/১১/২০১৯দারুণ
-
আব্দুল হক ০৪/১০/২০১৯অনেক ভালো লিখেছের।