স্বপ্ন দেখা
স্বপ্ন দেখে মানুষ ঘুমের ঘোরে।
স্বপ্ন দেখে মানুষ দিনে জেগে!
কোনও কোনও স্বপ্ন আবার মানুষকে ঘুমোতে দেয় না...
আবার কোনও স্বপ্ন কঠিন মাটিতে শুয়েও আকাশ পানে যায় ভেগে!
আমি যে স্বপ্নটা দেখি,
সেটা আমাকে সারা রাত জাগিয়ে রাখে-
ঘুম উড়ে যায় বাষ্প হয়ে
আর কল্পনার মেঘ বাস্তবের মাটির সাথে মিশে থাকে।
প্রাণের স্বপ্ন মনে জাগায় আশা-
আশা ঠিক করে দেয় লক্ষ্য:
তারপর শুরু হয় পথ চলা, সংগ্রাম...
স্বপ্ন পূরণই আনে ইহজগতে মোক্ষ।
স্বপ্ন জাগিয়ে রাখে সারা রাত,
তাই বেঁচে থাকি।
স্বপ্ন যদি দেয় ডুব অতল জলে,
গোটা জীবনটাই ফাঁকি।
স্বপ্ন দেখে মানুষ দিনে জেগে!
কোনও কোনও স্বপ্ন আবার মানুষকে ঘুমোতে দেয় না...
আবার কোনও স্বপ্ন কঠিন মাটিতে শুয়েও আকাশ পানে যায় ভেগে!
আমি যে স্বপ্নটা দেখি,
সেটা আমাকে সারা রাত জাগিয়ে রাখে-
ঘুম উড়ে যায় বাষ্প হয়ে
আর কল্পনার মেঘ বাস্তবের মাটির সাথে মিশে থাকে।
প্রাণের স্বপ্ন মনে জাগায় আশা-
আশা ঠিক করে দেয় লক্ষ্য:
তারপর শুরু হয় পথ চলা, সংগ্রাম...
স্বপ্ন পূরণই আনে ইহজগতে মোক্ষ।
স্বপ্ন জাগিয়ে রাখে সারা রাত,
তাই বেঁচে থাকি।
স্বপ্ন যদি দেয় ডুব অতল জলে,
গোটা জীবনটাই ফাঁকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৭/১০/২০১৯বেশ হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১০/২০১৯বেশ।