www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃস্বপ্ন

অপরাধী কাকে বলবো?
আমার ছিড়ে ফেলা স্বপ্নের পাণ্ডলিপির পোকাকে?
নাকি অদৃষ্টের খেয়ালীপনায় মত্ত থাকাকে?

বিষাক্ত কাকে বলবো?
নিরবতার মৌন আর্তনাদে ভরপুর রজনীকে?
নাকি আঁধারের বায়না ধরা পোড়া হৃদয়কে?

এমন সহস্র প্রশ্নের আস্ফালনে আতঙ্কিত হওয়ার কথা ছিলো আমার!
অথচ তোমাকে দেখার পর
ভয় পাইনা আর কিছুতেই ৷
প্রকম্পিত আত্মাকে বেদনার সন্ত্রাস
কিভাবে ঠেকাবে?

নিরুপায় আমিত্বজুড়ে এখনও
হয়তো জোছনা ছুঁয়ে যাবে ,
হয়তো দুঃস্বপ্ন ,
তুমি চলে গেলেই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ ! সুন্দর ঝাজালো কন্ঠস্বর। আই লাইক ইট..........
  • শিমুল শুভ্র ১০/১২/২০১৪
    অসাধারণ বাস্তব কবিতা ।
  • মুহাম্মদ মাসউদ ০৯/১২/২০১৪
    ঠিক
  • বিষাদ মাখা অভিব্যক্তি। তৃতীয় স্তবকের প্রথম লাইনটিকে ভেঙ্গে দেয়া যায় কবি? "তুমি " চরিত্রটি বেশ কঠিন। তার অনুপস্থিতিতে বিষাদকে কিং বা অপরাধীকেও কবি সেভাবে দোষী করছেন না যতটা করছেন নিজের অদৃষ্টের। ভালো লাগা রইলো।
  • আবিদ আল আহসান ০৬/১২/২০১৪
    বিখ্যাত কবি
  • সাইদুর রহমান ০৪/১২/২০১৪
    বেশ সুন্দর কবিতাটি।
    শুভেচ্ছা জানবেন কবি।
  • এম এ সবুর ০৪/১২/২০১৪
    সুন্দর হয়েছে ভাই। অামি এখনও অপ্রকাশিত দুঃখ এটাই।
  • মোঃ আবদুল করিম ০৪/১২/২০১৪
    ভালো খুবই ভালো লাগলো ।
  • অনিরুদ্ধ বুলবুল ০৪/১২/২০১৪
    তুমি চলে গেলে হৃদয় পোকা উড়ে এসে জুড়ে বসবে
    তুমি চলে গেলেই আবার দুঃস্বপ্নরা এসে ভর করবে।

    বেশ হয়েছে কবি। শুভেচ্ছা নিন।
  • ০৪/১২/২০১৪
    ভালো ।
 
Quantcast