www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অকেশনাল দেশপ্রেম

তুই কোন চেতনার কথা বলিস্ অকেশনালি ?
রাত-দিন চুষে খাওয়া জনতার রক্তের শিরা?
নাকি বুদ্ধিজীবী প্রলাপে মুখরিত দর্শন?
স্বাধীনতা কি তোর পকেটবন্দী ভেঁপু?

তুই কোন সূর্যের কথা শোনাস্?
কোন নদীর জাটকা খাস্?
কোন বিদ্যাপিঠের বাহাদুরি ফলাস্?
টাকার ক্ষমতা দিয়ে মনুষত্ব দেখাস্?

লুকোনো স্বপ্ন বালিশ চাঁপা দিয়ে
বেদ মন্ত্রের দোহাই দিয়ে বস্ত্র হরণ করিস?
রিলিফের চাল,গম, টিন ও কম্বল গিলে খাস্?

অকেশনালি চেতনার জাগরণী উৎসবে দুনিয়া মাতাস?

বাংলার নাম বেঁচে কিনেছিস গ্রাজুয়েট বেকার?
রমরমা ব্যবসার কাঁচামাল ওরা ৷
তোদের স্বাধীনতা পকেটে বন্দী ভূ-গোলক ৷

মানুষের লাশের পাহাড়ে সিঁড়ি ভেঙ্গে লিফ্ট বানাই
আমরা রোজ,
যত স্লোগান যত মিছিল প্ল্যাকার্ড!
রাখিনা দেশের কোনো খোঁজ!

অকশেনাল দেশপ্রেম বিশ্বায়নের পতাকা গেড়ে ওড়াই!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কৃতজ্ঞতা জানবেন কবি :-)
  • আবিদ আল আহসান ০৩/১২/২০১৪
    ইয়াং যুবক গুলোই ইদানিং নজরুল হয়ে উঠেছে
  • সত্যিকারের দেশপ্রেমে যে কবে পড়বো....................?
  • আমাদের দেশপ্রেম চিরায়ত নয়, উৎসবের বর্ণীল আয়োজনের লোকদেখানো চেতনার ভ্রান্তিতে বন্দী। চলমান নৈরাজ্যের স্পষ্ট বর্ণনা কবিতাকে অনেক বেশী শক্তিশালী করেছে। কিছু বানান ঠিক করে নিন কবি।
    বুদ্ধিজীবি< বুদ্ধিজীবী
    রিলিপ< রিলিফ
    মিসিল< মিছিল
    অকশেনাল< অকেশনাল
  • অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪
    ভাবনাটা ভাল, প্রকাশটাও সুন্দর ঝরঝরে বক্তব্য - একদম খোলামেলা। বানান ঠিক করে নিন।
    শুভেচ্ছা রইল।
  • ০২/১২/২০১৪
    বেশ ভালো ।
    বানানের দিকে মনোযোগ দিতে হবে ।
    ধন্যবাদ ।
 
Quantcast