www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নতুন ক্যানভাস বানাবো

সবুজের রুমাল মাখানো চা,
জীবন নিকোটিনের বিষাক্ত ধোঁয়া,
আর আতঙ্কিত একটা রাত ৷
ভাবতে পারো ব্যক্তিগত প্রলাপ,
গোরামীর আঁচল ছোঁয়া,
আর কলঙ্কিত একটা চাঁদ ৷
এসব দিয়ে পেট চলে,
কিন্তু আত্মার শরীর আহত ৷
সবাই যাকে সুখ বলে,
আমি দেখি সে নিহত ৷
প্রযুক্তির মহাসাগর উপত্যকার গাঙচিল
হয়ে আজও একা ৷
অথচ পুরোনো ক্যানভাসেই স্বপ্ন রাখা ৷
জোনাকি ভেবে আলেয়ার পিছু
ছুটতে গিয়ে আজ আলোহীন বিবর্তন,
কাব্যের
স্পর্ধা যুক্তি নিয়ে অকারনে মগজে প্রত্যাবর্তন

ভালোবাসা মিছে আশার মত ধুতুরা,
স্পপ্নের ভাষা মরিচীকার মত অধরা ৷
অস্পৃশ্যপ্রায় অভিলাষের ছেড়া পাল,
হাওয়া খুঁজতে গিয়ে হয়েছে বেসামাল

কষ্ট চকোবারের স্বাদ আর
ভালো লাগেনা,
টনসিলে অনুভূতির গলা ফুলে গেছে ৷
কপালের ফাটলে আর পেরেক থাকেনা,
তবুও কামার হাতুরি মারছে ৷
প্রতিনিয়ত পুরোনো ক্যানভাসে নতুন
ছবির প্রসূতি ,
আমার হৃদয় আর প্রসারিত
প্রকৃতি ৷
ছবি আঁকতে আঁকতে শতাব্দী চলে যায়,
ফলাফল দেখতে দেখতে শূন্যের খাতায় ৷
আজ একটা নতুন ক্যানভাস বানাবো,
কবিতার স্বাধীনতা কিনে উলঙ্গ
করবো ৷
তুলি হবে যত খাপছারা অভ্যেস,
আকাশের রঙে আঁকবো বেশ,
যে রঙ হবেনা কখনও শেষ ৷
পৃথিবীর পাথুরে কান্নায় শেওলার চাষ
করবো,
গগনের বিশালতা মেপে স্কেল
বানাবো ৷
বাস্তবতার বিস্ফোরন থামিয়ে বরফ
লাগাবো,
পাগলামীর বাগানেও সোনা ফলাবো ৷
তবু নতুন একটি ক্যানভাস বানাবো ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast