যান্ত্রিক ইঁদুরের দাঁতে আরশোলা
চোখের পাতাগুলো অসহায় ৷
তীব্র যন্ত্রনায়,
তবু ডুবে নিদ্রাহীনতায় ৷
নষ্টালজিয়ায় মুছে গেল জীবনের
পাতা থেকে আরও একটি রাত ৷
কাকের চিৎকারে মুখরিত নাগরিক
প্রভাত ৷
পিচঢালা কবিতায় মেঠো পথের
গান,
ধানক্ষেতের ছবিটায় রক্তাক্ত
অভিশপ্ত প্রাণ ৷
মিনি বাসের চাকায় পিষ্ট
কুকুরটি কি বাঁচতে শিখেছিল?
কোকিলের ছানাটি কি নতুন
কবিতা লিখেছিল ?
শতাব্দীর ক্ষুদা মেটেনি প্রযুক্তির
জয়গানে,
মানুষ খোঁজেনি যন্ত্রনির্ভর
আহবানে ৷
হারানো ক্যানভাস সাজাতে ব্যস্ত
নীহারিকা,
এত সুখ ছিল যে সহ্য
হয়নি ভালো থাকা ৷
কলাগাছ
নড়াচড়া করতে দেখেছিলো তার
চোখ ৷
গদ্য কবিতার বিতর্কে অনুভূতির যত
শোক ৷
ইচ্ছেরা হামাগুরি দিতে দিতে উড়ে গেছে ৷
বাস্তবতার নিপাতনে সিদ্ধ
স্বপ্নাকাশে,
মেঘ জমে আছে ৷
সংশোধিত ত্রুটি টুকরো কল্পনার
জলে ভেজেনি ,
পেগাসাসের ভ্রুণ লালিত হৃদয় ৷
সৌন্দর্য্যের অনিয়ম,
প্রলাপ আর পাগলের প্রেম
নশ্বরতা হািরয়ে স্বার্থক জীবন৷
ছেড়া জুতো , লাল আবরন,
সবুজের রুমাল মাখানো চা,
প্রযুক্তির বিশ্বস্ত পোকা ৷
ভেজা চোখ আর ঘুমহীন রাত,
আরশোলা খেয়েছে আজ ইঁদুরের দাঁত ৷
কলমহীন, ছন্দহীন ভাষার বিবর্তন ৷
বিষয়বস্তুহীন, চরিত্রহীন প্রশ্নের
জাগরণ ৷
ঘুমরাজ আসবে যে কখন?
তীব্র যন্ত্রনায়,
তবু ডুবে নিদ্রাহীনতায় ৷
নষ্টালজিয়ায় মুছে গেল জীবনের
পাতা থেকে আরও একটি রাত ৷
কাকের চিৎকারে মুখরিত নাগরিক
প্রভাত ৷
পিচঢালা কবিতায় মেঠো পথের
গান,
ধানক্ষেতের ছবিটায় রক্তাক্ত
অভিশপ্ত প্রাণ ৷
মিনি বাসের চাকায় পিষ্ট
কুকুরটি কি বাঁচতে শিখেছিল?
কোকিলের ছানাটি কি নতুন
কবিতা লিখেছিল ?
শতাব্দীর ক্ষুদা মেটেনি প্রযুক্তির
জয়গানে,
মানুষ খোঁজেনি যন্ত্রনির্ভর
আহবানে ৷
হারানো ক্যানভাস সাজাতে ব্যস্ত
নীহারিকা,
এত সুখ ছিল যে সহ্য
হয়নি ভালো থাকা ৷
কলাগাছ
নড়াচড়া করতে দেখেছিলো তার
চোখ ৷
গদ্য কবিতার বিতর্কে অনুভূতির যত
শোক ৷
ইচ্ছেরা হামাগুরি দিতে দিতে উড়ে গেছে ৷
বাস্তবতার নিপাতনে সিদ্ধ
স্বপ্নাকাশে,
মেঘ জমে আছে ৷
সংশোধিত ত্রুটি টুকরো কল্পনার
জলে ভেজেনি ,
পেগাসাসের ভ্রুণ লালিত হৃদয় ৷
সৌন্দর্য্যের অনিয়ম,
প্রলাপ আর পাগলের প্রেম
নশ্বরতা হািরয়ে স্বার্থক জীবন৷
ছেড়া জুতো , লাল আবরন,
সবুজের রুমাল মাখানো চা,
প্রযুক্তির বিশ্বস্ত পোকা ৷
ভেজা চোখ আর ঘুমহীন রাত,
আরশোলা খেয়েছে আজ ইঁদুরের দাঁত ৷
কলমহীন, ছন্দহীন ভাষার বিবর্তন ৷
বিষয়বস্তুহীন, চরিত্রহীন প্রশ্নের
জাগরণ ৷
ঘুমরাজ আসবে যে কখন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ৩০/১১/২০১৪অনেক ভালো লাগল ।
-
মোঃ আবদুল করিম ৩০/১১/২০১৪এক কথায় খুবই ভালো হয়েছে ।
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/১১/২০১৪আপনার লেখার কাব্যিক ঢং অসাধারণ। আধুনিক কবিতা হিসেবে এটি একটি সার্থক কবিতা। নিপাতনে সিদ্ধ বাস্তবতার কথা বলেছেন এটি আমায় চমৎকৃত করেছে। বাস্তবতা আসলেই সবসময় যুক্তির ধার ঘেঁষে যায় না।
ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অনুভূতির বর্ণনা কিছুটা দ্যর্থবোধক হলেও কাব্য রস নান্দনিক। আধুনিক কবিতা অস্পষ্ট বোধ নিয়ে কাজ করে এটাই স্বাভাবিক তবে সেই অস্পষ্টতায় হতাশাময় উপলব্ধি আবিস্কার করলাম কবিতার গহীনে।
নির্ঘুম চোখ অনিচ্ছায় যেই অপ্রত্যাশিত হতাশাকে দৃষ্টিতে লালন করে তারই প্রকাশ ছিল এটি।
"হারিয়ে "বানানটি ঠিক করে নিন। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১১/২০১৪বাহ সম্ভব সুন্দর হয়েছ। সত্যি অনেক সুন্দর একটি লেখা। প্রিয়তে রেখে দিলাম।