www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিয়াসী পায়রা

যে বোঝেনা হৃদয়ের কান্না ,
যে শোনেনা স্বপ্নের যন্ত্রনা,
তাকে ফেরানো যায় না ৷

যে আঁধারের বিষণ্ণতা ছোঁয়নি,
যে আগুনের অপূর্ণতা দেখেনি,
সে জানবে কিভাবে?
কে কতটা ঋনী?

বিলম্বিত ট্রেন, কিন্তু একই স্টেশন,
আজব নীহারিকার ছায়াপথে
ঐতিহাসিক ভ্রমন ৷

যেখানে অনুভূতি কারও প্রিয় খেলনা ,
কেউ আগ্নেয়গিরিতে,
তবুও পোড়েনা ৷

কচুপাতা বৃষ্টিকে যতই চায় রাখতে,
ফিনিক্স পরিতৃপ্ততা চায় পৃথিবীতে ৷
মেঘের বাড়লে বয়স ভেঙ্গে যায় আশা,
কাল্পনিকতা পায়না খুঁজে অস্তিত্বে ভাষা ৷

চাইনা চাতকের পরিনতি
আর কতইবা হতে পারে ক্ষতি!
মানলাম জোছনার শক্তি,
আঁকলাম অযাচিত অনুভূতি ৷
কেন যে এত পিয়াসী!
পায়রা তো নয়, যেন দুঃখবিলাসী ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ২৮/১১/২০১৪
    অসামান্য শব্দের বুনটে একটা রঙিন সামিয়ানা । বেশ পরিনত লাগলো ।
  • স্বপন শর্মা ২৭/১১/২০১৪
    অসাধারন....
  • সুন্দর
 
Quantcast