www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোকিলের আবাস

নিঃস্বঙ্গ গাঙচিলের ছেড়া পালক উড়ে যাবার সময় নেমে আসে মাটির বুকে,
অজানা কক্ষপথে ফেলে আসা স্মৃতির ধূসর জগতে ,
তবুও নিশ্বাসে বেঁচে থাকে ৷

কখনও উল্কাপাত কখনও জলপ্রপাতে ভরে যায় নিয়তির চপেটাঘাত সয়ে , নির্বাচিত জোড়া চোঁখ ৷
বিশ্বাসী মুখোশের আড়ালে যে ছিলো ,সে মাননীয়
হয়ে রাজত্বের স্বত্বাধিকারী পায়,
কৃতদাস সত্যের পূজারী অবুঝ বালক ৷

দ্রৌপদী হয়ে সাবিত্রী পালঙ্ক কাঁপিয়ে পাণ্ডবের তাণ্ডবে মাতায় ৷
অর্জুন নিস্পাপ ছিলো সেদিনও,
আজ কেন কাঠগড়া ভাঙতে হলো?

রাবণের মতিভ্রমে সীতারা ক্ষতিগ্রস্থ হয়না কোনদিন,
আর লঙ্কার আগুনে পুড়ে ভুলে যায় ঋণ ৷

ভালোবাসার রসায়ন বুঝতে মহাকালের আর্তনাদে নীলনদ শুকিয়ে যায়,
একটি বৈজ্ঞানিক ধ্রুবক,
একটি কাল্পনিক পাপীর অভিশাপে অকস্মাৎ
ধুলো সরে যায় লুকোনো মলাটের ৷

মেরুকরনে জেগে থাকা তুষার ঢেকে রাখেনি উষ্ণতার ব্যকরণে ইতিহাস ৷
অগোছালো আঙ্গিনায় কথা ছিলো না,
নষ্ট ভূমির উর্বরতা চুরি হবে উপহাসে,
জীবনের পরিধিতে সর্বনাশী রাস্তারা কষ্টবিলাসী , গড়ে চলে কোকিলের আবাস ৷

রচনাকাল: ১৬-১১-২০১৪ইং
সকালে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast