স্বীকারোক্তির উত্তোলন
ছেড়ে দিয়েছি কবিত্ব অর্জনের
অবিরাম প্রচেষ্টা ,
আমি আর আমার ভেতর
পাঁচটি খালি পৃষ্ঠা ৷
পাশ্চাত্যের প্রবাহে সৃষ্ট নব বাঙালী,
সংকরায়নের যুগে
আজব বিশুদ্ধ চাঁদ এক ফালি ৷
বাহিরে সাবিত্রির নিছক আবরন,
ভেতরে দ্রৌপদ্বীর অবাধ বিচরন,
প্রকৃতির ছোয়ায় কুয়াশার আচরন ৷
বলেছি কত্ব ! ভাসমান সবুজ
এতটুকুই বোঝে এ অবুঝ ৷
মুছে ফেলি কাব্যর আবেশ,
প্রতিটি লাইনেই শুধু ড্যাশ আর ড্যাশ ৷
অবাক পৃথিবী,
ঘুরতেই হবে তাকে,
আমিতো মানুষই
দেখাবো সবাইকে ৷
কাব্যের গলা টিপে হত্যা করে
বানাবো গল্প ,
স্বপ্নকে ছেঁটে ফেলে
সাজাবো জীবন সল্প ৷
অবিরাম প্রচেষ্টা ,
আমি আর আমার ভেতর
পাঁচটি খালি পৃষ্ঠা ৷
পাশ্চাত্যের প্রবাহে সৃষ্ট নব বাঙালী,
সংকরায়নের যুগে
আজব বিশুদ্ধ চাঁদ এক ফালি ৷
বাহিরে সাবিত্রির নিছক আবরন,
ভেতরে দ্রৌপদ্বীর অবাধ বিচরন,
প্রকৃতির ছোয়ায় কুয়াশার আচরন ৷
বলেছি কত্ব ! ভাসমান সবুজ
এতটুকুই বোঝে এ অবুঝ ৷
মুছে ফেলি কাব্যর আবেশ,
প্রতিটি লাইনেই শুধু ড্যাশ আর ড্যাশ ৷
অবাক পৃথিবী,
ঘুরতেই হবে তাকে,
আমিতো মানুষই
দেখাবো সবাইকে ৷
কাব্যের গলা টিপে হত্যা করে
বানাবো গল্প ,
স্বপ্নকে ছেঁটে ফেলে
সাজাবো জীবন সল্প ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪এক কথায় চমৎকার লিখেছেন। আমি আগেই জানতাম সজীব নামের লোকগুলো অনেক জিনিয়াস................
-
একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪ওয়াও... আপনি তো দারুণ লিখেন... তারুন্যে আরেকটি রত্ন পাওয়া গেল তবে...
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১১/২০১৪বেশ লেগেছে
-
কষ্টের ফেরিওলা ২৩/১১/২০১৪ভালো হয়ছে