www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি কবিতা

তুমি শেষ বিকেলের কবিতা
তুমি আমার হৃদয়ের আয়না ,
যত পথ করেছি ভ্রমণ
তোমার মতো কাউকে খুঁজে পাই না ।

তুমি শীতের সকালে মৃদু রোদেলা
তুমি বাংলার কৃষাণীর হেমন্তের হাওয়া ,
তোমার রূপের ঝলকে
প্রকৃতি ও লজ্জায় তার মুখ তুলে না।

তুমি পদ্মা যমুনার শান্ত স্রোত ধারা
তুমি সকালের পাখি ঘুম ভাঙ্গা
সৃষ্টিকর্তা সাজিয়েছেন তোমাকে
তুমি নিজেই তোমার নিজ তুলনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • শাহারিয়ার ইমন ০১/০৪/২০১৭
    সেই কবিতা
  • তাবেরী ০১/০৪/২০১৭
    সত্তিই অসাধারণ বৈচিত্র কবিতা খানি।
  • অনবদ্য কাব্য।

    ভক্তি আর নিবেদনের সংমিশ্রণ।
    ধন্যবাদ
 
Quantcast