www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজও মনে পড়ে

ঘুমঘুম চোখে ঘড়ির এ্যালার্ম বিচ্ছিরি
দশমিনিট লেট বন্ধ করতে যেয়ে দেখি
মাথাটা ঘুরছিল তখনও সিলিং ফ্যানের মতোই
আবার শরীর এলিয়ে শুয়ে পড়লাম বিছানাতে।

টের পাচ্ছি শরীর থেকে উনুনের আগুন বের হচ্ছে
একটু পরই প্রমি ফোনে মাধবী কন্ঠে বলছে
এখনও ঘুমাচ্ছো তুমি ?
বললাম অসুস্থ আজ আমি
আজও ঘুরতে যাওয়া হলো না বুঝি।

তোমার মনে আছে প্রমি
জ্বর হলে আমার কত বাহানায় দেখতে
আসতে তুমি
কত ঔষাধ পথ্য আর গুলে দিতে
স্যালাইনের পানি
কত বারন, এটা করবা না, ওটা করবা না,
তাড়াতাড়ি ঘুমাবা কিন্তুু তুমি।

মনে আছে কি প্রমি
সেই ভরদুপুরে লিলার ছন্দে রেলষ্টেশনে
কাধে কাধ মিলিয়ে হেটেছিলাম দুজনে
ভুলে গেছ বোধহয় মনে নেই দিনটিকে
ঐ যে যেদিন কপি আসছিলো ট্রেনে ৷

সেই লাল সাদা শাড়িটা
যেটা বৈশাখে মেলায় প্রথম দেখা
তোমার রুপে আমি পাগল হয়েছিলাম
ভুুলতে তা আজও আমি তা পারছিনা।

প্রায় তো রিক্সায় বিকালে ঘুরতাম আমরা
আছেকি মনে বাদাম আর তেতুলের কথা
খোলা চুলে রাতের ব্যালকনিতে তোমায়
অসম্ভব সুন্দর লাগতো যা আজও ভুলতে পারছি না।

পরিকল্পনা করে হয় না ভালবাসাটা
ভীষণ ভয় পেতাম ধরতে তোমার হাতটা,
যদি রাখতে না পারি সারা জিবনটা
ছাড়িয়ে নাও যদি তুমি আমার থেকে তোমার হাতটা।

স্বপ্ন দেখেতাম মাঝরাতে
ছাদে শুয়ে আকাশ দেখবো দুজনে
জোনাকির মিটমিট করে আলোয়
আলিঙ্গনে ভাসতা মোন যমুনাতে ৷

লোডশেডিংয়ের রাতে মোমবাতি জ্বালিয়ে
গল্প করবো খুব কাছাকাছি বসে
কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটতে বের হবো
মোদের ভালবাসার দুনিয়াটা এমনই সাজান ছিল ৷

বড় আজব এই দুনিয়াটা রে
সেই দোতলা বাড়িটার স্বপ্নগুলো ঠিক উঠেনি বেড়ে ,
আর উঠবেনা কখনো এই জিবনে
দেখো দেখি জানাই হয়নি এখনও, কেমন আছো তুমি!

তোমার শুভ সকাল হয় এখনও কি
ঠিকমতো খাও দাও কর তো তুমি
খাওয়ার ক্ষেত্রে একদম আলসেমি করবে না প্রমি
আচ্ছা কেমন চলছে তোমার পরীক্ষার প্রস্তুতি ?

আছে কি লাল, নীল, আসমানী রঙে
লেখা সেই চিঠি খানি ?
সেই লাল গোলাপ, কত অজানা ছবি
হাজারটা প্রশ্ন জমে গেছে এই কদিনেই
উত্তরগুলো বাতাসেই মিশে থাক শুধু এই জানি ৷

প্রতিদিন ওগুলো কান পেতে আজও শুনি
তোমার পৃথিবীটা আজ কত রঙীন,
ভাবতেই অবাক হই আমি
অনেক কিছুই জানিনা, আর বুঝতে চাই না আমি।

অসম্ভব রকমের আবেগী
লোকগুলোর জন্য ভালোবাসা নয় এই পৃথিবীতে,
ভালবাসা তাদের জন্য যারা অবহেলা করতে জানে
ভুলাতে পারে কথায় কথায় অতীত বর্তমানকে
অনেক অনেক ভালো থেকো প্রমি........
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast