www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিশপ্ত

মনে হয় জিবনটা কি অভিশপ্ত আমার
কি আমার সামাজিকতা,
চার দেয়ালে বন্ধি আমি
এটাই কি জিবনের বাস্তবতা ।

হারিয়ে যেতে চাই এ সংসার থেকে
তবুও যেতে পারি না,
ক্ষুদার কষ্ট জিবন সংগ্রামে
বাচঁতে আর পারছি না।

চারদিকে অন্ধকার
পাইনা আলোর দিশা,
কিসের জন্য বাকি এ জিবন
কি আছে এ জিবনের বাস্তবতা।

বেকার যুবক শান্ত এ দেশ
জুড়িতে গ্রাজুয়েশনের সার্টিফিকেটে ভরা,
চাকরিদাতা খুজছে শুধু টাকা আর মামা
এই কি জিবনের বাস্তবতা ।

আর যে অপেক্ষা জিবনে সইছে না
কবে পাব মোদের নায্য স্বাধীনতা,
কি দিয়েছে এ দেশ আমাদের
রক্ত অত্যাচার প্রতিহিংসা ছাড়া ।

আজ চির অভিশপ্ত হয়ে গেছি
এ বাঙ্গালি জাতি মোরা,
বিত্তবানদের যাতাকলে পিষে পিষে
মরছি এ বাংলার গরিব জনতা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast