আহ্বান
কিসের এতো গৌরব তোমার
কিসে তুমি গাও গান
এ ভব ছাইড়া যাবে
সুতোয় পড়িলে টান
আসিয়া ছিলে একা তুমি
যাওয়ায় একা করিবে নিজেকে দান
সত্য পথে আছ কী তুমি
গাও সত্যের মহাজয় গান
তোমার মতো যারা এসেছিল ভবে
সবাই টানিয়াছে দাড় টান
ঐ সাগরের মাঝে দিও না ছেড়ে
তোমার বৈঠা খান
মুখে আল্লাহ জপো তুমি
গাও প্রভুর গান
রোজ কেয়ামত হয় গো যেন
মোদের সুখের আহ্বান ।
কিসে তুমি গাও গান
এ ভব ছাইড়া যাবে
সুতোয় পড়িলে টান
আসিয়া ছিলে একা তুমি
যাওয়ায় একা করিবে নিজেকে দান
সত্য পথে আছ কী তুমি
গাও সত্যের মহাজয় গান
তোমার মতো যারা এসেছিল ভবে
সবাই টানিয়াছে দাড় টান
ঐ সাগরের মাঝে দিও না ছেড়ে
তোমার বৈঠা খান
মুখে আল্লাহ জপো তুমি
গাও প্রভুর গান
রোজ কেয়ামত হয় গো যেন
মোদের সুখের আহ্বান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ০৫/০২/২০১৭বেশ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০২/২০১৭দারুন কম্পোজিশন!
ধন্যবাদ প্রিয় কবিকে -
মোনালিসা ০৫/০২/২০১৭সুন্দর
-
সুলতান মাহমুদ ০৫/০২/২০১৭valo laglo