www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা মানে কী

স্বাধীনতা মানে কী
কখনো বুঝতে পেরেছ কী ?
স্বাধীনতা মানে কী
কখনো দেখতে পেয়েছ কী ?

উত্তর খুজে কভু পাবেনা জানি
শোন তবুও বলছি.....।
বিভৎস মায়ের কান্নার পর হাসি ,
স্বাধীনতা রক্তে হাহাকার মরু থেকে
সবুজ বাংলার মাটি ,
স্বাধীনতা মায়ের কোলে অশান্ত শিশুর
হাতছানি ।

তবুও স্বাধীনতা খুজে পেয়েছ কী ?
জানি আজও স্বাধীনতা পাওনি
বড় ভুল ছিল সেদিন তোমাদেরই
কেন চিরতরে ধ্বংস করনি ওদের
যারা ছিল স্বাধীনতা হরন কারী ।

চিৎকার করে বলো দেখি বাঙ্গালি
দুই লক্ষ মা বোনের ইজ্জতের সম্মান
দিতে পেরেছ কী ?
আজও পার নি..!
তাহলে এই স্বাধীনতার মানে কী ?

ক্ষমতার প্রতিহিংসায় দিন দিন সাধারন মানুষের
কেন হচ্ছে এতো বলী ,
হে বাঙ্গালি পাওনি..
আজও রক্তে কেনা স্বাধীনতা পাওনি ।

অত্যাচার জুলুম নয় হে শাসক গোষ্ঠি
এই বাঙ্গালি জাতি চায় শান্তি ,
মাগো লাল সবুজের মাটিতে
কোন দিন চিৎকার করে বলতে পারবো কী ?

আমরা স্বাধীন জাতি
আমরা স্বাধীনতা পেয়েছি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast