আত্মঘাতী বাঙালী
বাঙালীর আচরণ, জীবনযাপনের অতীত এবং তার পরিবর্তন; ইউরোপীয়দের অনুকরণ - সবমিলিয়ে বাঙালীর নিজেকে চিনতে না পারা। বাঙালীর প্রেম, বিয়ে, সংসারযাপন, ধর্মবিশ্বাস, ঈশ্বরবিশ্বাস, অনিষ্টবাদ, রাজনীতি, সাহিত্য সবকিছুর সমালোচনামূলক বিশ্লেষণ নিয়ে "আত্মঘাতী বাঙালী"।
আজ বাঙালী জীবনে যে জিনিষটা প্রকৃতপক্ষেই ভয়াবহ সেটা এইঃ মৃত্যুযন্ত্রণারও অনুভূতি নাই; আছে হয় পাষাণ হইয়া মুখ বুজিয়া সহ্য করা, অথবা সংজ্ঞাহীন হইয়া প্রাণ মাত্র রাখা; আরেকটা ব্যাপার আছে- জাতির মৃত্যুশয্যার চারিদিকে ধনগর্বে উল্লসিত বাঙালী প্রেত ও প্রেতেনীর নৃত্য।
বাঙ্গালি গুণের অনুকরণে তত পটু নহে, দোষের অনুকরণে ভূমণ্ডলে অদ্বিতীয়।
বুদ্ধি দিয়া নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সাদা চোখে দেখিবার শক্তি না থাকাতেই বাঙালী আত্মঘাতী হইয়াছে।
নীরদচন্দ্র চৌধুরীর লেখা বই আত্মঘাতী বাঙালী।
আজ বাঙালী জীবনে যে জিনিষটা প্রকৃতপক্ষেই ভয়াবহ সেটা এইঃ মৃত্যুযন্ত্রণারও অনুভূতি নাই; আছে হয় পাষাণ হইয়া মুখ বুজিয়া সহ্য করা, অথবা সংজ্ঞাহীন হইয়া প্রাণ মাত্র রাখা; আরেকটা ব্যাপার আছে- জাতির মৃত্যুশয্যার চারিদিকে ধনগর্বে উল্লসিত বাঙালী প্রেত ও প্রেতেনীর নৃত্য।
বাঙ্গালি গুণের অনুকরণে তত পটু নহে, দোষের অনুকরণে ভূমণ্ডলে অদ্বিতীয়।
বুদ্ধি দিয়া নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সাদা চোখে দেখিবার শক্তি না থাকাতেই বাঙালী আত্মঘাতী হইয়াছে।
নীরদচন্দ্র চৌধুরীর লেখা বই আত্মঘাতী বাঙালী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিবশঙ্কর ১৪/০৭/২০১৮ভাল বললেন, তবে ''বাংলা বোধ'' উপন্যাস টি পড়ে দেখতে পারেন।
-
দীপক কুমার বেরা ০৬/০৭/২০১৮বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইলো। শুভরাত্রি।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৭/২০১৮ভালো লাগলো।
-
দীপঙ্কর বেরা ০৩/০৭/২০১৮ভাল বিষয়