সোফিয়া ভার্সেস রিবো
সোফিয়ার মতো রোবট বাংলাদেশে আসার আগেই বাংলাদেশ সোসাল রোবট তৈরি করেছে। "রিবো" - সেটার প্রচার প্রসার প্রদর্শনীও খুব একটা হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি টিম ২০১৬ সালে তৈরি করে রিবো সোসাল রোবট। সে কথা বলতে পারর বাংলায়। সে মানুষের কথার প্রতিক্রিয়া এবং উত্তর দিতে পারে। যেটা সোফিয়াও পারে।
এটা ঠিক সোফিয়ার নির্মাণ খরচের কাছে রিবো'র নির্মাণ খরচ কিছুই না। তারপর প্রায় কাছাকাছি প্রযুক্তি বাংলাদেশ দেড় বছর আগেই তৈরি করেছে। ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনটিতে যদি রিবোকে উপস্থাপন করা হতো বাংলাদেশ পৃথিবীর বুকে অনন্য মর্যাদা পেত। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিটিকে আমেরিকার সোফিয়ার সাথে তুলনা করা যেত।
দুঃখের বিষয় রিবো সম্পর্কে খুব কম মানুষই জানে। এর পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা নেই। থাকলে সোফিয়ার চেয়েও বেটার রোবট বাংলাদেশ তৈরী করতে পারবে। অন্যদিকে, বাংলাদেশের তৈরী কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট 'বন্ধু' তৈরীতে খরচ হয়েছে মাত্র ২৫,০০০ টাকা। সহযোগিতা পেলে সোফিয়ার মতো বা তার চেয়েও উন্নত বাংলাদেশ তৈরি করতে পারবে।
মানুষের রাজত্ব করা পৃথিবীতে এক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া যতটা কঠিন, রোবটের ক্ষেত্রে ততটা নয়- এটা বেশ মজার।
এটা ঠিক সোফিয়ার নির্মাণ খরচের কাছে রিবো'র নির্মাণ খরচ কিছুই না। তারপর প্রায় কাছাকাছি প্রযুক্তি বাংলাদেশ দেড় বছর আগেই তৈরি করেছে। ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনটিতে যদি রিবোকে উপস্থাপন করা হতো বাংলাদেশ পৃথিবীর বুকে অনন্য মর্যাদা পেত। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিটিকে আমেরিকার সোফিয়ার সাথে তুলনা করা যেত।
দুঃখের বিষয় রিবো সম্পর্কে খুব কম মানুষই জানে। এর পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা নেই। থাকলে সোফিয়ার চেয়েও বেটার রোবট বাংলাদেশ তৈরী করতে পারবে। অন্যদিকে, বাংলাদেশের তৈরী কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট 'বন্ধু' তৈরীতে খরচ হয়েছে মাত্র ২৫,০০০ টাকা। সহযোগিতা পেলে সোফিয়ার মতো বা তার চেয়েও উন্নত বাংলাদেশ তৈরি করতে পারবে।
মানুষের রাজত্ব করা পৃথিবীতে এক রাষ্ট্রের মানুষ অন্য রাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া যতটা কঠিন, রোবটের ক্ষেত্রে ততটা নয়- এটা বেশ মজার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সেলিম রেজা সাগর ১৬/০৫/২০১৮দুঃখজনক !
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৪/২০১৮ভালো
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৬/০৩/২০১৮ধন্যবাদ
-
ওয়াহিদ ০৪/০১/২০১৮আলোচনা প্রদর্শনী হয় নি ঠিক আছে। তবে সোফিয়া যে পর্যায়ের, রিবো তা না।ব্যাপারটা দেখিবেন।দুই রোবট সম্পর্কে ভাল ভাবে জানার অনুরোধ রয়ল।
-
সালাম আলী আহসান ১৪/১২/২০১৭ঠিক কথা
-
মনিরুল ইসলাম ফারাবী ১০/১২/২০১৭sundor
-
হুসাইন দিলাওয়ার ১০/১২/২০১৭সহমত,,,
-
মনোবর ০৯/১২/২০১৭প্রচার, প্রসারের বাধা কোথায় সে বিষয়ে জানার কৌতূহল হচ্ছে।
-
সংকেত ০৯/১২/২০১৭l̸o̸v̸e̸l̸y̸
-
কামরুজ্জামান সাদ ০৯/১২/২০১৭দেশের আবিষ্কারের প্রচারও নেই প্রসারও নেই।