মন খারাপের দিনে
মন খারাপের দিনগুলোতে,
কাটাঁয় আমি কেমন করে।
সবার সাথে হেসে খেলে,
মাতিঁয়ে তুলে সবাইকে।
তাও যেন এই মনে তে,
থাকে শুধু ব্যথিত হয়ে।
খুঁজি আমি সবার মাঝে,
সুখ নামক শান্তিটাকে।
পাইনা খোঁজে কোথাও আমি,
দিবে কে আমায় সুখ?
কেন খারাপ মন যে আমার,
খোঁজে পাই না কারণ।
থাকতে চাই সবার মাঝে,
অন্যের সুখের সম্বল হয়ে।
তাও যেন এই মনে তে ,
পাই যে একটু সুখ।
অন্যের দুখে পরাতে পারি,
সুখেরও মুকুট।
কাটাঁয় আমি কেমন করে।
সবার সাথে হেসে খেলে,
মাতিঁয়ে তুলে সবাইকে।
তাও যেন এই মনে তে,
থাকে শুধু ব্যথিত হয়ে।
খুঁজি আমি সবার মাঝে,
সুখ নামক শান্তিটাকে।
পাইনা খোঁজে কোথাও আমি,
দিবে কে আমায় সুখ?
কেন খারাপ মন যে আমার,
খোঁজে পাই না কারণ।
থাকতে চাই সবার মাঝে,
অন্যের সুখের সম্বল হয়ে।
তাও যেন এই মনে তে ,
পাই যে একটু সুখ।
অন্যের দুখে পরাতে পারি,
সুখেরও মুকুট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০লেখা ভালো লেগেছে
-
পি পি আলী আকবর ১১/০৬/২০২০ভালো
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১১/০৬/২০২০ভালো..
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০২০ভাল লাগল।
-
সঞ্জয় শর্মা ১১/০৬/২০২০দারুণ ভাবনা...