ভালোবাসার বন্ধন
মেঘের ফাঁকে ফাঁকে,
সূর্য দেয় উঁকি।
বোনের আগমনে,
মনে আসে প্রীতি।
রক্ত ও নাড়ির টান ,
হৃদয়ের স্পন্দন।
যুগ যুগে থেকে যাবে,
ভাই বোনের এই বন্ধন।
ছোটবেলার দুস্টুমি ,
আর ফেলে আশা স্মৃতি,
মনে যে পড়ে আজও সেই স্মৃতি।
থাকো বোন ভালো তুমি,
করি যে এই কামনা।
সেই সাথে আরও করি,
সুন্দর হউক জীবনের পথচলা।
করবে তুমি এমন জীবন,
ছিলো যেমন মা ফাতেমা।
হবে খুশী মহান প্রভু,
পাবে যে তুমি মুক্তি।
তোমায় আমি স্মরণ করি,
দিন রজণীর তরে তরে।
যেখানে থাকো ভালো থেকো,
মনে রেখো এই অন্তরে।
তোমায় যে আমি ভালোবাসি,
সেই কথাটি বলার নয়।
নিবে তুমি আপণ করে,
সেই কামনা বয়ে রয়।
ভাইয়ের স্নেহ ,বোনের ভালোবাসা,
এই যেন এক নতুন আশা।
থাকবে যে এই বন্ধন ,
জীবনে আজীবন।💓
সূর্য দেয় উঁকি।
বোনের আগমনে,
মনে আসে প্রীতি।
রক্ত ও নাড়ির টান ,
হৃদয়ের স্পন্দন।
যুগ যুগে থেকে যাবে,
ভাই বোনের এই বন্ধন।
ছোটবেলার দুস্টুমি ,
আর ফেলে আশা স্মৃতি,
মনে যে পড়ে আজও সেই স্মৃতি।
থাকো বোন ভালো তুমি,
করি যে এই কামনা।
সেই সাথে আরও করি,
সুন্দর হউক জীবনের পথচলা।
করবে তুমি এমন জীবন,
ছিলো যেমন মা ফাতেমা।
হবে খুশী মহান প্রভু,
পাবে যে তুমি মুক্তি।
তোমায় আমি স্মরণ করি,
দিন রজণীর তরে তরে।
যেখানে থাকো ভালো থেকো,
মনে রেখো এই অন্তরে।
তোমায় যে আমি ভালোবাসি,
সেই কথাটি বলার নয়।
নিবে তুমি আপণ করে,
সেই কামনা বয়ে রয়।
ভাইয়ের স্নেহ ,বোনের ভালোবাসা,
এই যেন এক নতুন আশা।
থাকবে যে এই বন্ধন ,
জীবনে আজীবন।💓
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২০অণবদ্য রচনা।
-
ফয়জুল মহী ১০/০৬/২০২০Fantastic