আমি প্রকৃতি হবো
আমি প্রকৃতি হবো!
মু,সায়েম আহমাদ।
----------------------------
আমি তপ্ত রোদে পুড়বো,
আমি বৃষ্টিতে ভিজবো,
ফুলের মতো ফুটে উঠবো,
নদীর স্রোতে ভেসে যাবো,
আমি প্রকৃতি হবো!
গৌধূলি লগ্নে চাই যে দেখতে,
সূর্য ডুবীর হাঁসি।
জ্যোৎস্নার পূর্ণিমা রাতে,
দেখতে চাই আমি,
মায়াবী ঐ চাঁদের হাঁসি।
চাঁদের শুভ্র আলো ,
প্রকৃতির এই নির্জনে,
মায়াবী চাঁদের হাঁসি দেখে ,
হই যে আমি অভিভূত।
আমিই প্রকৃতি হবো!
ভোরের আলোয় সাজানো এই ধরণি,
পাখির কিচিরমিচিরে হয়ে উঠে ,
সুন্দর এক নতুন সুর,
যেই সুরে হয়ে উঠে মন ব্যাকুল,
যে ব্যাকুলতা ঘিরে আছে,
শুনতে ঐ সুমধুর!
কেমন করে ডাকছে ওরা,
অপরূপ এই নীলাখেলায়।
আমি প্রকৃতি হবো!
অপরূপ এই প্রকৃতিতে ঘেরা এই ধরণি,
সৌন্দর্যতায় মাখামাখির হাতচানি,
রয়েছে কত শত সৌন্দর্যের লীলাভূমি,
আহ! এই যেন এক সৌন্দর্যের রাণী।
মু,সায়েম আহমাদ।
----------------------------
আমি তপ্ত রোদে পুড়বো,
আমি বৃষ্টিতে ভিজবো,
ফুলের মতো ফুটে উঠবো,
নদীর স্রোতে ভেসে যাবো,
আমি প্রকৃতি হবো!
গৌধূলি লগ্নে চাই যে দেখতে,
সূর্য ডুবীর হাঁসি।
জ্যোৎস্নার পূর্ণিমা রাতে,
দেখতে চাই আমি,
মায়াবী ঐ চাঁদের হাঁসি।
চাঁদের শুভ্র আলো ,
প্রকৃতির এই নির্জনে,
মায়াবী চাঁদের হাঁসি দেখে ,
হই যে আমি অভিভূত।
আমিই প্রকৃতি হবো!
ভোরের আলোয় সাজানো এই ধরণি,
পাখির কিচিরমিচিরে হয়ে উঠে ,
সুন্দর এক নতুন সুর,
যেই সুরে হয়ে উঠে মন ব্যাকুল,
যে ব্যাকুলতা ঘিরে আছে,
শুনতে ঐ সুমধুর!
কেমন করে ডাকছে ওরা,
অপরূপ এই নীলাখেলায়।
আমি প্রকৃতি হবো!
অপরূপ এই প্রকৃতিতে ঘেরা এই ধরণি,
সৌন্দর্যতায় মাখামাখির হাতচানি,
রয়েছে কত শত সৌন্দর্যের লীলাভূমি,
আহ! এই যেন এক সৌন্দর্যের রাণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২০Fantastic.
-
ফয়জুল মহী ১০/০৬/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।l