নব্য রাজাকারদের আস্ফালন ভূলবো কি করে
রাগে-দুঃখে বুকটা ফেটে যাচ্ছিল, যখন দেখছিলাম আমার দেশের নাগরিক হয়েও কিছু লোক গতকালের খেলায় ইন্ডিয়াকে সাপোর্ট করছে। আমি তাদের বলেছিলাম -
ভাই,বাংলাদেশের নাগরিক হয়েও নিজ দেশের বিপক্ষে যে দেশ খেলছে তাদেরকে সাপোর্ট করছেন? এই কি আপনাদের দেশপ্রেম?
উত্তর পেয়েছিলাম -
আরে ভাই খেলার মধ্যে দেশপ্রেম টেনে আনছেন কেন? যে দল ভালো খেলে তাকেই তো সাপোর্ট করবো নাকি? বাংলাদেশ কি জীবনেও ইন্ডিয়ার সাথে জিততে পারবে?
আমি আর কথা বাড়াইনি,শুধু নীরবে দেখেছি ইন্ডিয়ার পক্ষে ঐসব নব্য রাজাকারদের উল্লাস।
বাংলাদেশ সত্যিই জিততে পারেনি,বাংলাদেশকে জিততে দেয়া হয়নি। বাংলার বাঘেরা লড়াই করে হেরেছে। তাই এই পরাজয় পরাজয় নয়। এই কষ্ট সহজেই ভোলা যায়,কিন্তু নব্য রাজাকারদের সেই আস্ফালন কি করে ভূলবো...?
ভাই,বাংলাদেশের নাগরিক হয়েও নিজ দেশের বিপক্ষে যে দেশ খেলছে তাদেরকে সাপোর্ট করছেন? এই কি আপনাদের দেশপ্রেম?
উত্তর পেয়েছিলাম -
আরে ভাই খেলার মধ্যে দেশপ্রেম টেনে আনছেন কেন? যে দল ভালো খেলে তাকেই তো সাপোর্ট করবো নাকি? বাংলাদেশ কি জীবনেও ইন্ডিয়ার সাথে জিততে পারবে?
আমি আর কথা বাড়াইনি,শুধু নীরবে দেখেছি ইন্ডিয়ার পক্ষে ঐসব নব্য রাজাকারদের উল্লাস।
বাংলাদেশ সত্যিই জিততে পারেনি,বাংলাদেশকে জিততে দেয়া হয়নি। বাংলার বাঘেরা লড়াই করে হেরেছে। তাই এই পরাজয় পরাজয় নয়। এই কষ্ট সহজেই ভোলা যায়,কিন্তু নব্য রাজাকারদের সেই আস্ফালন কি করে ভূলবো...?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ২৩/০৩/২০১৫সায়েম ভাই, ঐ ছাগুদের ( কেউ কেউ এদেরকে বলে হিন্দুস্তানী রাজাকার) বলে দিতেন গতবারের আগেরবার এই বাংলাদেশের কাছে হেরেই ভারতের স্বপ্নস্বাদ ধুলোর সাথে লুটোপুটি খেয়েছিলো । ওরা কি ভুলে যায়, এদের এই দেশে থাকার অধিকার নেই। এই বিশ্বকাপে বাংলাদেশের সাথে চোরেরা জিতেছে কোন দেশ জিতেনি। ভালো থাকুন সতত। বেশ ভালো লাগলো পোষ্টটি ।
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫কেনো এমন হলো ............।?
-
অ ২২/০৩/২০১৫ওদেরকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়া উচিত ।
-
মোঃ সাইফুল ইসলাম ২০/০৩/২০১৫এরা শঠতায় পরিপূর্ণ দেশপ্রেমিক মানুষ।