হরতাল সমাচার
হরতালে পড়ছে লাথি
দিনমজুরের পেটে,
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
রাস্তাঘাটে চলতে গেলে
প্রাণ নিয়ে যাই হাতে,
হঠাৎ কখন দেখা মেলে
পিকেটারের সাথে।
হঠাৎ কখন আগুন লেগে
ঝলসে যে যায় দেহ,
শঙ্কা ছাড়া হচ্ছেনাতো
রাজপথে বের কেহ।
ক্ষমতারই লোভে তারা
করছে দলাদলি,
মধ্যে থেকে আমরা শুধু
হচ্ছি যে তার বলি।
মুখে মুখেই বলছে তারা
স্বদেশপ্রেমের কথা,
একবারও কেউ ভাবছেনাতো
যাচ্ছে এদেশ কোথা।
শান্তি কোথায় হারিয়ে গেল
পাচ্ছিনা তো খুঁজে,
আনতে পারে শান্তি যারা
রয়েছে চোখ বুজে।
তুমি আমি বাস না পেয়ে
গেলাম নাহয় হেটে
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
°°°°°°°°°°°°°°°°°°°
দিনমজুরের পেটে,
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
রাস্তাঘাটে চলতে গেলে
প্রাণ নিয়ে যাই হাতে,
হঠাৎ কখন দেখা মেলে
পিকেটারের সাথে।
হঠাৎ কখন আগুন লেগে
ঝলসে যে যায় দেহ,
শঙ্কা ছাড়া হচ্ছেনাতো
রাজপথে বের কেহ।
ক্ষমতারই লোভে তারা
করছে দলাদলি,
মধ্যে থেকে আমরা শুধু
হচ্ছি যে তার বলি।
মুখে মুখেই বলছে তারা
স্বদেশপ্রেমের কথা,
একবারও কেউ ভাবছেনাতো
যাচ্ছে এদেশ কোথা।
শান্তি কোথায় হারিয়ে গেল
পাচ্ছিনা তো খুঁজে,
আনতে পারে শান্তি যারা
রয়েছে চোখ বুজে।
তুমি আমি বাস না পেয়ে
গেলাম নাহয় হেটে
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
°°°°°°°°°°°°°°°°°°°
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৬/০১/২০১৫
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫সুপার লাইক। কি ব্যাপার অনেকদিন আপনাকে দেখছি না।
-
আবিদ আল আহসান ২৫/০১/২০১৫awesome
-
সবুজ আহমেদ কক্স ২৫/০১/২০১৫দারুণ ভাল লাগলো
কবি সায়েম খান
দারুণ ছন্দ খুঁজে পেলাম ।
শুভেচ্ছা রইল ।