♥তোমারই প্রতীক্ষায়♥
বসে আছি আমি তোমারই প্রতীক্ষায়
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।
নিঃশব্দে চুপিচুপি পা ফেলে
এসে তুমি ঢেকে ধরবে মোর আঁখিদুটি,
পিছনে ফিরে যেইনা তাকাব আমি
তুমি হেসে হেসে হবে যেন কুটিকুটি।
হাতে হাত রেখে হাঁটবো তেপান্তরে
তুমি-আমি ছাড়া থাকবেনা কেউ যেথা,
আধফালি চাঁদ উকি দেবে গগনেতে
শুধু আলো দেবে কইবেনা কোন কথা।
ফুলবাগিচায় বসবো দু'জনে মিলে
সুবাস ছড়াবে বেলী ও হাসনাহেনা
রাখবো মাথা আমি তোমারই কোলে
দু'জনের হবে ভালবাসা লেনাদেনা।
আজ থেকে প্রায় বছর তিনেক আগে
কত কথা ক'তে বসে তুমি এই স্থানে,
আজ শুধু তুমি নেই আমারই পাশে
সেই কথাগুলো বাঁজছে আজও এ কানে।
ভুল বুঝে চলে গিয়েছিলে বহুদূরে
বলে গিয়েছিলে আর কভূ ফিরবেনা,
জানি একদিন আসবেই ফিরে তুমি
সব ভুল ছিল যেদিন হবে তা জানা।
তাইতো তোমারই প্রতীক্ষায় আছি বসে
নেইনি তো খুঁজে অন্যকোন সাথী,
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে
আজও কাটে মোর নির্ঘুম দিবারাতি।
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।
নিঃশব্দে চুপিচুপি পা ফেলে
এসে তুমি ঢেকে ধরবে মোর আঁখিদুটি,
পিছনে ফিরে যেইনা তাকাব আমি
তুমি হেসে হেসে হবে যেন কুটিকুটি।
হাতে হাত রেখে হাঁটবো তেপান্তরে
তুমি-আমি ছাড়া থাকবেনা কেউ যেথা,
আধফালি চাঁদ উকি দেবে গগনেতে
শুধু আলো দেবে কইবেনা কোন কথা।
ফুলবাগিচায় বসবো দু'জনে মিলে
সুবাস ছড়াবে বেলী ও হাসনাহেনা
রাখবো মাথা আমি তোমারই কোলে
দু'জনের হবে ভালবাসা লেনাদেনা।
আজ থেকে প্রায় বছর তিনেক আগে
কত কথা ক'তে বসে তুমি এই স্থানে,
আজ শুধু তুমি নেই আমারই পাশে
সেই কথাগুলো বাঁজছে আজও এ কানে।
ভুল বুঝে চলে গিয়েছিলে বহুদূরে
বলে গিয়েছিলে আর কভূ ফিরবেনা,
জানি একদিন আসবেই ফিরে তুমি
সব ভুল ছিল যেদিন হবে তা জানা।
তাইতো তোমারই প্রতীক্ষায় আছি বসে
নেইনি তো খুঁজে অন্যকোন সাথী,
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে
আজও কাটে মোর নির্ঘুম দিবারাতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তুহিনা সীমা ৩১/১২/২০১৪প্রতীক্ষার প্রহর আসলেই অনেক কঠিন। আপনার কবিতাটি দারুন হয়েছে।
-
সাইফুল্লাহ আল-জাহিদ ৩০/১২/২০১৪আহা সখ কত ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/১২/২০১৪ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবাসা ভালোবেসে বেধে যে রাখে -
শিমুল শুভ্র ২৬/১২/২০১৪কবিতা দারুণ ,মন ভরে গেলো ।
-
সাইদুর রহমান ২৬/১২/২০১৪বেশ চমৎকার ।
বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো। -
মোঃ সোহেল মাহমুদ ২৫/১২/২০১৪কবিতাটি পড়ে ভালো লাগলো...
-
অ ২৫/১২/২০১৪সুন্দর হয়েছে ।
-
বৃষ্টিকণা ২৫/১২/২০১৪ওয়াও!!! চমতকার কবিতা। এতো সুন্দর করে কিভাবে লেখেন আপনি? আমাকে একটু শেখাবেন...?
-
শিশির ভেজা ভোর ২৫/১২/২০১৪সত্যিই অসাধারণ! অসাধারণ বললেও কম বলা হবে। সহজ সরল সুন্দর ভাষায় এমন কবিতা লেখার মত যোগ্যতা সকলের নেই। অভিনন্দন কবি।