www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাললাগা ও অসহায়ত্ব

১৬ ই ডিসেম্বর ২০০৩
দিনটি ছিল বিজয়ের দিন,
কুচকাওয়াজ আর শরীরচর্চা
দেখতে মাঠে গেলাম।

অনেকগুলি মুখের ভিড়ে
একটি মেয়ে আমাকে ঘিরে,
স্বপ্নজাল বুনছে তা
অনুভবে বুঝলাম।

জানলাম মন বলেছিল যা
একশত ভাগ সত্যি কথা
আসলেই সেই মেয়েটি আমায়
করেছে পছন্দ,
ব্যবহার নাকি খুব ভাল তার
দেখতেও নয় মন্দ।

বুঝি সে বড়ই একা...
আনন্দে সে দিশেহারা হয়
যদি পায় মোর দেখা,
আজকের এই কবিতা আমার
তারই উদ্দেশ্যে লেখা।

এই মনও তাকে পেতে চায়
কিন্তু ফ্যামিলি নেবেনা মেনে,
কি করে তাকে বাসবো ভাল
আমি এইকথা জেনে?

কষ্ট পেওনা সোমা ...
পারিনি তোমাকে করতে আপন
করে দিও মোরে ক্ষমা।
=•=•=•=•=•=•=•=•=•=•=•=
রচনাকাল: ১৯.১২.২০০৩ ইং।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • nice kobi
  • কেনো রে ভাই। ফ্যামিলি কে বুঝিয়ে বললেই তো হয়।
 
Quantcast