তুমি বড় পাষাণী
কতটা পানি ঝড়েছে শুধু
আমার দু'চোখ বেয়ে
দেখিনি আমি তা মেপে,
তবে আকাশ দেখেছে
পাথর দেখেছে
তারাও উঠেছে কেঁপে।
কতটা আঘাত সয়েছে আমার
ছোট্ট এই হৃদয়...
আমার নেই তা জানা,
তবে অনেক মায়াবীর
চোখের জলও
তা দেখে মানেনি মানা।
কতটা শোকে আজকে আমি
হয়েছি কঠিন পাথর,
তুলবোনা সেইকথা ...
তবে অনেক সীমার
আমার কষ্টে
পেয়েছে কঠিন ব্যথা।
এতটা নিষ্ঠুর প্রেয়সী তুমি
গলেনা তোমার মন
শুধু এটাই আমি জানি,
তবে তোমার কথা
সকলে বলেছে
তুমি বড় পাষাণী।
আমার দু'চোখ বেয়ে
দেখিনি আমি তা মেপে,
তবে আকাশ দেখেছে
পাথর দেখেছে
তারাও উঠেছে কেঁপে।
কতটা আঘাত সয়েছে আমার
ছোট্ট এই হৃদয়...
আমার নেই তা জানা,
তবে অনেক মায়াবীর
চোখের জলও
তা দেখে মানেনি মানা।
কতটা শোকে আজকে আমি
হয়েছি কঠিন পাথর,
তুলবোনা সেইকথা ...
তবে অনেক সীমার
আমার কষ্টে
পেয়েছে কঠিন ব্যথা।
এতটা নিষ্ঠুর প্রেয়সী তুমি
গলেনা তোমার মন
শুধু এটাই আমি জানি,
তবে তোমার কথা
সকলে বলেছে
তুমি বড় পাষাণী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪
-
প্রবাসী পাঠক ২১/০১/২০১৪প্রেয়সীর দেয়া কষ্টগুলোও অনেক সময় সুখের মত মনে হয়। তবে আপনার কবিতার প্রেয়সী এত পাষাণী না হলেই হত।
বরাবরের ন্যায় চমৎকার কবিতা লিখেছেন সায়েম ভাই। -
বৃষ্টিকণা ২১/০১/২০১৪আপনার মতো একজন মানুষকে কেউ কি কখনো কষ্ট দিতে পারে? বরাবরের মতোই সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
নিষ্ঠুর দুনিয়া..................