স্বপ্নের সমাধী
আমি যদি হতাম মুক্ত পাখি
ডানা মেলে উড়তাম নীল আকাশে,
হতাম যদি কোন বন্য হরিণ
চড়ে বেড়াতাম সবুজ সতেজ ঘাসে।
হতাম যদি আমি নীল প্রজাপতি
বেড়াতাম ঘুরে কতইনা ফুলে ফুলে,
হতাম যদি আমি অথৈ নদী
বইতাম এই কূল থেকে ঐ কূলে।
হতাম যদি পাহাড়ী ঝর্ণাধারা
রূপ দেখে মোর মুগ্ধ হতো সবে,
হতাম যদি কোন বাসন্তী ফুল
শোভা পেতাম কারও বাড়ীর টবে।
পাইনি হতে আমি এসবের কিছু
হতে পেরেছি শুধুই বাঁধা ঘুড়ি,
লাটাইটা মোর আছে যে জনার হাতে
তার ইচ্ছাতেই আমি বিচরণ করি।
শুধু শুধু মিছে করি আমি কল্পনা
স্বাধীন আমি আছি কতইনা সুখে,
কল্পনাটা কল্পনাই গেল রয়ে
স্বপ্নগুলোর সমাধীর হলো এবুকে ।
-=০০০0I0০০০=-
ডানা মেলে উড়তাম নীল আকাশে,
হতাম যদি কোন বন্য হরিণ
চড়ে বেড়াতাম সবুজ সতেজ ঘাসে।
হতাম যদি আমি নীল প্রজাপতি
বেড়াতাম ঘুরে কতইনা ফুলে ফুলে,
হতাম যদি আমি অথৈ নদী
বইতাম এই কূল থেকে ঐ কূলে।
হতাম যদি পাহাড়ী ঝর্ণাধারা
রূপ দেখে মোর মুগ্ধ হতো সবে,
হতাম যদি কোন বাসন্তী ফুল
শোভা পেতাম কারও বাড়ীর টবে।
পাইনি হতে আমি এসবের কিছু
হতে পেরেছি শুধুই বাঁধা ঘুড়ি,
লাটাইটা মোর আছে যে জনার হাতে
তার ইচ্ছাতেই আমি বিচরণ করি।
শুধু শুধু মিছে করি আমি কল্পনা
স্বাধীন আমি আছি কতইনা সুখে,
কল্পনাটা কল্পনাই গেল রয়ে
স্বপ্নগুলোর সমাধীর হলো এবুকে ।
-=০০০0I0০০০=-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪মানুষ তার স্বপ্নের সমান বড়.....................
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩আবার ও অভিমান নাকি, কবি ?
লেখা দেখছিনা ?
বরাবরের মতই খুব সুন্দর লিখেছেন l -
suman ১৩/১২/২০১৩সজীব লেখা ...স্বাগতম ...
-
শিশির ভেজা ভোর ১২/১২/২০১৩আপনার প্রত্যেকটি লেখাই মানসম্মত। এ লেখাটিও তার ব্যতিক্রম নয়। আপনার লেখা দেখে আমার খুব হিংসে হয়, যদি আপনার মতো লিখতে পারতাম ...