জীবন্ত লাশ
তোমার-আমার অনেক তফাৎ
নয়তো কিছুর অভাবে,
তফাৎ শুধু জীবনধারায়
আর দু'জনার স্বভাবে।
তোমার জীবন হেসে খেলেই
কাটে অষ্টপ্রহরে,
আমার জীবন কষ্টে কাটে
নিষ্ঠুর এই শহরে।
পারিনা আমি সবার মতো
কথায় কথায় হাঁসতে,
তাই বুঝি কেউ চায়না আমায়
একটু ভালবাসতে।
জান কি তুমি? যদি কখনো
একটুও আমি হাঁসি,
তার আড়ালে লুকিয়ে রাখি
কষ্ট রাশি রাশি।
লক্ষ জনের মাঝেও আমায়
লাগে বড় একা,
সত্যিকারের সাথী হয়ে
কেউ দিলোনা দেখা।
দুঃখের মাঝেই সারাজীবন
আমার বসবাস,
তাইতো আমি বেঁচে থেকেও
জীবন্ত এক লাশ।
নয়তো কিছুর অভাবে,
তফাৎ শুধু জীবনধারায়
আর দু'জনার স্বভাবে।
তোমার জীবন হেসে খেলেই
কাটে অষ্টপ্রহরে,
আমার জীবন কষ্টে কাটে
নিষ্ঠুর এই শহরে।
পারিনা আমি সবার মতো
কথায় কথায় হাঁসতে,
তাই বুঝি কেউ চায়না আমায়
একটু ভালবাসতে।
জান কি তুমি? যদি কখনো
একটুও আমি হাঁসি,
তার আড়ালে লুকিয়ে রাখি
কষ্ট রাশি রাশি।
লক্ষ জনের মাঝেও আমায়
লাগে বড় একা,
সত্যিকারের সাথী হয়ে
কেউ দিলোনা দেখা।
দুঃখের মাঝেই সারাজীবন
আমার বসবাস,
তাইতো আমি বেঁচে থেকেও
জীবন্ত এক লাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/১২/২০১৪
-
ডাঃ শরীফ হাসান ১০/১২/২০১৩অফুরন্ত সুভেছা রইলো বন্দু তোমার জন্য।
............শুভ কামনায় “ডাঃ শরীফ হাসান” -
אולי כולנו טועים ০৯/১২/২০১৩mon matano. : )
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ০৯/১২/২০১৩ভাইয়া, দারুন লিখেছেন। খুব ভালো লাগলো। চার লাইনের মাঝখানে স্পেস রাখবেন। আচ্ছা? ভালো থাকুন। সুন্দর লেখার জন্য ধন্যবাদ নিন।
-
বৃষ্টিকণা ০৯/১২/২০১৩চমৎকার লিখেছেন অভিমানী কবি। অনেক শুভকামনা রইলো।
এটাই নতুস ইতিহাস..............