www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তিন সাংসদের আত্বকথা

এক:
আমি মিঃ আবুকানা
চোখে দিয়েছি সানগ্লাস,
নির্বাচনে জয় পেয়েছি
এটাই আমার পয়েন্ট প্লাস।
গলাতে দিয়েছি আমি
ধুতুরা ফুলের মালা,
সংসদে যাবোই আমি
ঠেকাবে কোন শালা?
করবো বাড়ী কিনবো গাড়ি
গড়বো ইন্ডাস্ট্রি,
সিগারেট খাওয়া ধরবো এবার
আর খাবোনা বিড়ি।

দুই:
আমি হলাম হাফকানা
মাথায় একটা টাক,
আমার পূর্বের হিস্টরিটা
একটু শোনা যাক।
আমি আগে ছিলাম কিন্তু
ডাকু কেহেরমান,
মাথার চুল আর চক্ষু তুলে
নিয়েছে জনগণ।
নির্বাচন করলাম এসে
অন্য এলাকায়,
কি আশ্চর্য্য আমার পক্ষেই
এসেছে গণরায়।

তিন:
আমি একটা মুখোশ পরা
ভদ্রলোক রে ভাই,
দুর্নিতীতে আমার কোন
তুলনা যে নাই।
কোটি টাকার ব্যাংক ব্যালেন্স
করেছি আমি নিজে,
আবার ভোটে জয় পেয়েছি
করবো আরও কী-যে।
নিজের স্বপ্ন করবো পূরণ
লাগিয়ে গায়ে হাওয়া,
পূরণ করতে পারবো নাকো
জনগণের চাওয়া।
—————————
রচনাকাল: ০৭/০১/২০০৯ ইং।
-------------------------------
বিঃদ্রঃ - কবিতাটির সাংসদ চরিত্রগুলো সম্পূর্ন কাল্পনিক ,কাউকে ছোট করবার জন্য নয়। কারও সাথে মিলে গেলে তা কাকতালীয়। এজন্য এর লেখক কোনভাবেই দায়ী নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ চমৎকার লিখেছেন। ভালো লাগলো।
  • মোহিনী মোহন ০১/১২/২০১৩
    পড়ে দারুণ মজা পেলাম ।
  • ইসমাত ইয়াসমিন ৩০/১১/২০১৩
    অসাধারন হয়েছে, একদম বাস্তব চিত্র ফুটে উঠেছে কবিতাটিতে। সত্যি সুন্দর, মজা পেলাম পড়ে।
    • সায়েম খান ০২/১২/২০১৩
      অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রেরণা নিয়ে অনেক্দূর এগিয়ে যেতে চাই। দোয়া করবেন।
  • শিশির ভেজা ভোর ৩০/১১/২০১৩
    অসাধারণ লেখা, চমৎকার লেখা, ভাল লাগলো। ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
  • নিজের স্বপ্ন করবো পূরণ- খুব ভালো লেগেছে। আমার শততম পোষ্টটি পড়ার অনুরোধ রইল
    • সায়েম খান ৩০/১১/২০১৩
      ভাল লেগেছে জেনে খুশি হলাম। পোস্টটার লিঙ্ক শেয়ার করলে ভালো হতো। ধন্যবাদ।
  • সুলতান মাহমুদ ২৯/১১/২০১৩
    অসাধারণ একটা লেখা পড়লাম
  • বৃষ্টিকণা ২৯/১১/২০১৩
    আমাদের দেশের বাস্তব চিত্রটাই ফুটে উঠেছে আপনার কবিতায়। অনবদ্য ...।
    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
  • Înšigniã Āvî ২৯/১১/২০১৩
    অনবদ্য...
  • אולי כולנו טועים ২৮/১১/২০১৩
    খুব ভালো লাগলো !

    আমাদের উপমহাদেশের চাইতে নোংরা রাজনীতি আর কোথাও আছে কিনা সন্দেহ - সম্ভবত কুলদীপ নায়ার বা হামিদ মীর একবার বলেছিল, যে দেশের ৮৫% সাংসদরা নিজেরাই রেপ কেসের আসামী, পার্লামেন্টে বসে পর্ণ ছবি দেখে তারা করবে ধর্ষণের বিচার !!

    বাংলাদেশের কথা আর কি বলব - সেই একই চিত্র।

    তবে সানগ্লাস এদের মানায়না, সবকটা না হলেও এদের বেশির ভাগই চোর। চোরকে সানগ্লাস পরালে সানগ্লাসের অপমান।
 
Quantcast