www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নীরব ভালবাসা

শেষ বিকেলের সূর্য যখন
টিপ পরায় ঐ আকাশটাকে,
সেই ক্ষণটির জন্য শুধু
প্রতীক্ষায় এ মনটি থাকে।
প্রতিদিনই এই সময়ে
আসো তুমি বিলের ধারে,
একদিন না দেখলে তোমায়
মনটা আমার কেমন করে।
তাই প্রতিদিন বিলের ধারে
যাই ছুটে যাই হাঁটার ছলে,
দেখা পেলেই জুড়ায় পরান
না পেলে বুকে আগুন জ্বলে।
শুনেছি তোমার পাড়ার
লোকেরা তোমায় 'চাকমা' বলে,
অবুঝ যারা বলুক তারা
নইকো আমি তাদের দলে।
স্বপ্নের রাজকন্যা তুমি
তাইতো দেখি দু'চোখ ভরে,
কেন এত ভাললাগে
প্রেম হয় কি এমনি করে?
তুমি-আমি এই দু'জনে
বলিনা কথা সংকোচ নিয়ে,
দু'জনে শুধু দু'জনার পানে
অবাক হয়ে রই তাকিয়ে।
আমাদের দু'জনারই
হয়ে গেছে একই দশা,
তুমিও নীরব আমিও নীরব
নীরব মোদের ভালবাসা।
—————————
রচনাকাল: ২৮/০৫/২০০৯ ইং।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ দাশগুপ্ত ২৭/১১/২০১৩
    বাহ্ বাহ্ বাহ্
  • אולי כולנו טועים ২৭/১১/২০১৩
    পাহাড়ি রমনীর প্রতি ভালবাসা -
    বেশ ভালো লাগলো।
  • শিশির ভেজা ভোর ২৭/১১/২০১৩
    সকাল সকাল একটা প্রেমের কবিতা পড়ে মনটাই ভরে গেল। অনেক ধন্যবাদ কবি।
    • সায়েম খান ২৭/১১/২০১৩
      আগামীতেও পাশে দেখতে চাই।
    • সায়েম খান ২৭/১১/২০১৩
      অনেক ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম।
  • বৃষ্টিকণা ২৭/১১/২০১৩
    বাহ চমৎকার একটি প্রেমের কবিতা লিখেছেন প্রিয় কবি। অনেক শুভেচ্ছা রইল।
  • Înšigniã Āvî ২৬/১১/২০১৩
    mon chuye gelo
 
Quantcast