অসময়ের সাথী
একাকী থাকার কষ্ট কত
বুঝি আমি তাই,
কেউ যেন একাকী না থাকে
এটাই আমি চাই।
একাকী ভেবে সঙ্গী হতে
চেয়েছি তোমার আমি,
জেনেছি তোমার সঙ্গী অনেক
আমি তাই কমদামী।
যতদিন তোমার মনের মত
সঙ্গী না কেউ হয়,
ততদিন তোমার সাথীর ভূমিকায়
করতাম যদি অভিনয়...
বুঝতাম তখন তুমি যে আমার
প্রকৃত সঙ্গী না,
একথা জেনেও নিজের সঙ্গে
করতাম প্রতারণা।
তোমাকে সঙ্গ দেবার পিছনে
ছিলোনা কোন স্বার্থ,
শুধুই আমি ঘোঁচাতে চেয়েছি
তোমার একাকীত্ব।
আর কখনো তোমাকে নিয়ে
চাইবোনা যেতে দূরে,
নিজেকে বাঁধতে চাইবোনা আর
তোমার গানের সুরে।
ম্যাসেজ এর শেষে 'কাছের মানুষ'
লিখবনা আমি আর,
হারিয়ে ফেলেছি এমন কথা
লেখার অধিকার্।
কখনো যদি এই অধমের
মনে করো তুমি প্রয়োজন,
সুখে না হোক,দুঃখের দিনেই
করিও আমাকে স্বরণ।
----------------
রচনাকাল: ১৫/০২/২০০৫ ইং।
বুঝি আমি তাই,
কেউ যেন একাকী না থাকে
এটাই আমি চাই।
একাকী ভেবে সঙ্গী হতে
চেয়েছি তোমার আমি,
জেনেছি তোমার সঙ্গী অনেক
আমি তাই কমদামী।
যতদিন তোমার মনের মত
সঙ্গী না কেউ হয়,
ততদিন তোমার সাথীর ভূমিকায়
করতাম যদি অভিনয়...
বুঝতাম তখন তুমি যে আমার
প্রকৃত সঙ্গী না,
একথা জেনেও নিজের সঙ্গে
করতাম প্রতারণা।
তোমাকে সঙ্গ দেবার পিছনে
ছিলোনা কোন স্বার্থ,
শুধুই আমি ঘোঁচাতে চেয়েছি
তোমার একাকীত্ব।
আর কখনো তোমাকে নিয়ে
চাইবোনা যেতে দূরে,
নিজেকে বাঁধতে চাইবোনা আর
তোমার গানের সুরে।
ম্যাসেজ এর শেষে 'কাছের মানুষ'
লিখবনা আমি আর,
হারিয়ে ফেলেছি এমন কথা
লেখার অধিকার্।
কখনো যদি এই অধমের
মনে করো তুমি প্রয়োজন,
সুখে না হোক,দুঃখের দিনেই
করিও আমাকে স্বরণ।
----------------
রচনাকাল: ১৫/০২/২০০৫ ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৬/১১/২০১৩osadharon...
-
אולי כולנו טועים ২৫/১১/২০১৩খুব ভালো লাগলো কবিতাটি।
-
জহির রহমান ২৪/১১/২০১৩ভালো লাগলো কবিতাটি। সত্যিই একা থাকার যন্ত্রণা অনেক অনেক অনেক বেশি।
শুভেচ্ছা প্রিয় কবি! -
ফাহমিদা ফাম্মী ২৪/১১/২০১৩খুব ভাললাগলো আসলেই একা থাকাটা খুব কষ্টের
-
বৃষ্টিকণা ২৪/১১/২০১৩সু-সময়ে অনেকেই বন্ধু বটে হয়,
অসময়ে হায় হায় কেহ কারও নয়।
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।