www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অসময়ের সাথী

একাকী থাকার কষ্ট কত
বুঝি আমি তাই,
কেউ যেন একাকী না থাকে
এটাই আমি চাই।
একাকী ভেবে সঙ্গী হতে
চেয়েছি তোমার আমি,
জেনেছি তোমার সঙ্গী অনেক
আমি তাই কমদামী।
যতদিন তোমার মনের মত
সঙ্গী না কেউ হয়,
ততদিন তোমার সাথীর ভূমিকায়
করতাম যদি অভিনয়...
বুঝতাম তখন তুমি যে আমার
প্রকৃত সঙ্গী না,
একথা জেনেও নিজের সঙ্গে
করতাম প্রতারণা।
তোমাকে সঙ্গ দেবার পিছনে
ছিলোনা কোন স্বার্থ,
শুধুই আমি ঘোঁচাতে চেয়েছি
তোমার একাকীত্ব।
আর কখনো তোমাকে নিয়ে
চাইবোনা যেতে দূরে,
নিজেকে বাঁধতে চাইবোনা আর
তোমার গানের সুরে।
ম্যাসেজ এর শেষে 'কাছের মানুষ'
লিখবনা আমি আর,
হারিয়ে ফেলেছি এমন কথা
লেখার অধিকার্।
কখনো যদি এই অধমের
মনে করো তুমি প্রয়োজন,
সুখে না হোক,দুঃখের দিনেই
করিও আমাকে স্বরণ।
----------------
রচনাকাল: ১৫/০২/২০০৫ ইং।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৬/১১/২০১৩
    osadharon...
  • אולי כולנו טועים ২৫/১১/২০১৩
    খুব ভালো লাগলো কবিতাটি।
  • জহির রহমান ২৪/১১/২০১৩
    ভালো লাগলো কবিতাটি। সত্যিই একা থাকার যন্ত্রণা অনেক অনেক অনেক বেশি।
    শুভেচ্ছা প্রিয় কবি!
    • সায়েম খান ২৪/১১/২০১৩
      আপনাকেও শুভেচ্ছা রাশি রাশি।
  • ফাহমিদা ফাম্মী ২৪/১১/২০১৩
    খুব ভাললাগলো আসলেই একা থাকাটা খুব কষ্টের :)
    • সায়েম খান ২৪/১১/২০১৩
      একা থাকাটা কষ্টের বলে একটা হাসি দিলেন কেন?
      • ফাহমিদা ফাম্মী ২৪/১১/২০১৩
        eta hocche khushi thakar ovinoy ... ja sobsomoy korte hoy :)
        • সায়েম খান ২৪/১১/২০১৩
          মানে...
          হাঁসতে দেখো গাইতে দেখো
          অনেক কথায় মুখর আমায় দেখো,
          দেখোনা কেউ হাসি শেষে নীরবতা।
          এই তো?
          • ফাহমিদা ফাম্মী ২৪/১১/২০১৩
            ji tai
            • সায়েম খান ২৫/১১/২০১৩
              আপনিও কি আমার মতো দুঃখী মানুষ?
              • ফাহমিদা ফাম্মী ২৫/১১/২০১৩
                duniyate keu e sukhi na :)
                • সায়েম খান ২৫/১১/২০১৩
                  সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়
                  যতই আড়ালে রাখো
                  আসলে কেউ সুখী নয়।


                  ...তবে কেউ বেশী দুঃখী কেউ কম।
  • বৃষ্টিকণা ২৪/১১/২০১৩
    সু-সময়ে অনেকেই বন্ধু বটে হয়,
    অসময়ে হায় হায় কেহ কারও নয়।
    অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
    • সায়েম খান ২৪/১১/২০১৩
      ঠিক বলেছেন, আমি প্রকৃত বন্ধুই হতে চাই।
      • বৃষ্টিকণা ২৪/১১/২০১৩
        আজকাল অসময়ের বন্ধুও কেউ হতে চায়! কবিতাটা কাকে উৎসর্গ করেছেন ভাইয়া?
        • সায়েম খান ২৪/১১/২০১৩
          কেন বলুনতো?
          • বৃষ্টিকণা ২৪/১১/২০১৩
            না, মানে এমনিতেই।
 
Quantcast