নতুন বিদ্রোহী
আমি নতুন এক বিদ্রোহী
আমি নতুন এক মহাবীর,
আমি চুর্ণ করবো পাপের রাজ্য
হয়ে আজ তিতুমীর্।
তছনছ করে দেব আমি আজ
সকল অপশক্তি,
আমি ইরাক,আফগান,ফিলিস্তিনের
ঘরে এনে দেব মুক্তি।
আমি উপড়ে ফেলবো
যুদ্ধবাজ ঐ কুকুরগুলোর বিষদাত,
আমি গুড়িয়ে দেব
অত্যাচারী নরপশুদের কালোহাত।
আমি টর্নেডো,আমি সাইক্লোন
আমি এযুগের এক নজরুল,
আজ শয়তানী সব চক্রান্ত
করে দেব আমি ভন্ডুল।
আমি ধ্বংস করবো জঙ্গীবাদকে
সকল শেকড় শুদ্ধ,
ওদের কালো থাবা থেকে আমি
ধর্ম করবো মুক্ত।
আমি ধর্ম কিংবা দেশের জন্য
জীবন দিতেও প্রস্তুত,
অপশক্তির বিরুদ্ধে আমি
এযুগের এক জমদূত।
আমি অগ্নিগিরির অগ্নুৎপাত
জ্বলে উঠি তাই বারবার,
আমি মানুষরূপী শয়তানদের
পুড়িয়ে করবো ছাড়খার্।
আমি ছিড়ে ফেলব
মুসলমানদের পরাধীনতার জিঞ্জির,
আমি সবকিছু শেষে এই ধরণীতে
ওড়াবো নিশান শান্তির্।
___________________________
রচনাকাল: ০৫/০৫/২০০৫ ইং।
-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-
আমি নতুন এক মহাবীর,
আমি চুর্ণ করবো পাপের রাজ্য
হয়ে আজ তিতুমীর্।
তছনছ করে দেব আমি আজ
সকল অপশক্তি,
আমি ইরাক,আফগান,ফিলিস্তিনের
ঘরে এনে দেব মুক্তি।
আমি উপড়ে ফেলবো
যুদ্ধবাজ ঐ কুকুরগুলোর বিষদাত,
আমি গুড়িয়ে দেব
অত্যাচারী নরপশুদের কালোহাত।
আমি টর্নেডো,আমি সাইক্লোন
আমি এযুগের এক নজরুল,
আজ শয়তানী সব চক্রান্ত
করে দেব আমি ভন্ডুল।
আমি ধ্বংস করবো জঙ্গীবাদকে
সকল শেকড় শুদ্ধ,
ওদের কালো থাবা থেকে আমি
ধর্ম করবো মুক্ত।
আমি ধর্ম কিংবা দেশের জন্য
জীবন দিতেও প্রস্তুত,
অপশক্তির বিরুদ্ধে আমি
এযুগের এক জমদূত।
আমি অগ্নিগিরির অগ্নুৎপাত
জ্বলে উঠি তাই বারবার,
আমি মানুষরূপী শয়তানদের
পুড়িয়ে করবো ছাড়খার্।
আমি ছিড়ে ফেলব
মুসলমানদের পরাধীনতার জিঞ্জির,
আমি সবকিছু শেষে এই ধরণীতে
ওড়াবো নিশান শান্তির্।
___________________________
রচনাকাল: ০৫/০৫/২০০৫ ইং।
-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আফিয়া খাতুন মলি ২৩/১১/২০১৩ভালো লাগলো বেশ।
-
אולי כולנו טועים ২০/১১/২০১৩besh soktishali lekha.
-
Înšigniã Āvî ২০/১১/২০১৩দারুন দারুন দারুন... আমার ব্লগ এ নিমন্ত্রণ করলাম
-
অভিজিৎ দাশগুপ্ত ২০/১১/২০১৩অসাধারণ কবি... মুগ্ধতা রেখে গেলাম...
-
সুলতান মাহমুদ ২০/১১/২০১৩এগিয়ে যান দূর্বার বেগে
শুভকামনা কবি -
বৃষ্টিকণা ২০/১১/২০১৩অসাধারণ লেখনী। সত্যিই আপনি এযুগের এক নজরুল। অনেক অনেক শুভকামনা রইলো কবি।
-
জহির রহমান ১৯/১১/২০১৩পোস্টের শিরোনামটাও বেশ সুন্দর!
-
জহির রহমান ১৯/১১/২০১৩অসাধারণ!