www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইদানিং ভালবাসা

ইদানিং ভালবাসা
অর্থের ভক্ত,
নারী ছোটে তার পিছে
যার আছে অর্থ।
ভালবাসা কড়া নাড়ে
ধনীদের দরজায়,
সত্যিকারের প্রেম
মুখ ঢাকে লজ্জায়।
চন্ডীদাসের মত
ভাল কেউ বাসেনা,
এতকাল নষ্টের
প্রশ্নই আসেনা।
একবার দেখাতেই
হচ্ছে যে প্রেম আজ,
ক্ষনিকের ব্যবধানে
ভূলে যায় সব লাজ।
ইদানিং প্রেমে যেন
একটাই শর্ত,
নষ্টামিতে থাকে
সকলেই মত্ত।
ইদানিং মন দিয়ে
ভালবাসা হয়না,
তাইতো সহসা ভাঙ্গে,
বেশীদিন রয়না।
______________________________
রচনাকাল: ০৬/০৬/২০০৯ ইং।
=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিশির ভেজা ভোর ২৭/১১/২০১৩
    আপনার কবিতাটিতে বর্তমান সময়ের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
  • Înšigniã Āvî ১৮/১১/২০১৩
    বেশ ভাল কবিতা.....
    অনেকেই এরকম হতে পারে, তা বলে সবাই নয়
    • সায়েম খান ২৭/১১/২০১৩
      মজার ব্যপার কি জানেন? যারা প্রেমে প্রতারণা করে তারাও একই রকম কথাই বলে।
  • אולי כולנו טועים ১৭/১১/২০১৩
    sundor kobita ....
  • সুলতান মাহমুদ ১৭/১১/২০১৩
    সায়েম ভালো হয়েছে
  • ফাহমিদা ফাম্মী ১৭/১১/২০১৩
    sobai emon hoy na... kobita ta valo laglo
    • সায়েম খান ১৮/১১/২০১৩
      সবাই এমনই হয় আপু। শতকরা ২/৩ জনের ক্ষেত্রে হয়তো এমন হয়না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
 
Quantcast