www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হরতাল সমাচার

হরতালে পড়ছে লাথি
দিনমজুরের পেটে,
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
রাস্তাঘাটে চলতে গেলে
প্রাণ নিয়ে যাই হাতে,
হঠাৎ কখন দেখা মেলে
পিকেটারের সাথে।
হঠাৎ কখন আগুন লেগে
ঝলসে যে যায় দেহ,
শঙ্কা ছাড়া হচ্ছেনাতো
রাজপথে বের কেহ।
ক্ষমতারই লোভে তারা
করছে দলাদলি,
মধ্যে থেকে আমরা শুধু
হচ্ছি যে তার বলি।
মুখে মুখেই বলছে তারা
স্বদেশপ্রেমের কথা,
একবারও কেউ ভাবছেনাতো
যাচ্ছে এদেশ কোথা।
শান্তি কোথায় হারিয়ে গেল
পাচ্ছিনা তো খুঁজে,
আনতে পারে শান্তি যারা
রয়েছে চোখ বুজে।
তুমি আমি বাস না পেয়ে
গেলাম নাহয় হেটে
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
--------------------------
রচনাকাল: ১২/১১/২০১৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ২০/১১/২০১৩
    ক্ষমতা দখলে অন্ধ সবাই। ক্ষমতাই বর্তমানে রাজনীতিতে মুখ্য, জনসেবার কোন জায়গাই নাই বর্তমান রাজনীতিতে।
  • মীর শওকত ১৭/১১/২০১৩
    বাহ অসাধারণ ।
  • אולי כולנו טועים ১৪/১১/২০১৩
    অসাধারণ লিখেছেন।
  • জহির রহমান ১২/১১/২০১৩
    হরতালের জীবন্ত চেহারা!
    সুন্দর উপস্থাপন প্রিয় কবি।
    শুভ কামনা...
    • সায়েম খান ১২/১১/২০১৩
      অনেক ধন্যবাদ জহির ভাই, সেইসাথে আমার ব্লগে স্বাগতম।
  • Înšigniã Āvî ১২/১১/২০১৩
    osadharon
  • রাখাল ১২/১১/২০১৩
    খাচ্ছে যারা খেটে
    অনাহারে আগুন জ্বলুক তাদের পেটে ।
    তাতে বলুন, কী আসে যায় আপা ও ভাবীর
    নিজের স্বার্থে, তোয়াক্কা নেই আমজনতার দাবীর ।
    • সায়েম খান ১২/১১/২০১৩
      ফাটাফাটি মন্তব্য করেছেন ভাই। অনেক ধন্যবাদ।
  • বৃষ্টিকণা ১২/১১/২০১৩
    এটা কি কবিতা? নাকি বাস্তবতার প্রতিচ্ছবি? অসাধারণ! সত্যিই অসাধারণ!
    • সায়েম খান ১২/১১/২০১৩
      অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি বাস্তবতাটাকেই ফুটিয়ে তুলতে চেয়েছি, কতটুকু স্বার্থক হয়েছি সে বিচারের দায়িত্ব আপনাদের্।
  • সায়েম খান ১২/১১/২০১৩
    আমার এইমাত্র লেখা কবিতাটি তারুণ্যের সকল পাঠক বন্ধুদের জন্য শেয়ার করলাম।
 
Quantcast