হরতাল সমাচার
হরতালে পড়ছে লাথি
দিনমজুরের পেটে,
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
রাস্তাঘাটে চলতে গেলে
প্রাণ নিয়ে যাই হাতে,
হঠাৎ কখন দেখা মেলে
পিকেটারের সাথে।
হঠাৎ কখন আগুন লেগে
ঝলসে যে যায় দেহ,
শঙ্কা ছাড়া হচ্ছেনাতো
রাজপথে বের কেহ।
ক্ষমতারই লোভে তারা
করছে দলাদলি,
মধ্যে থেকে আমরা শুধু
হচ্ছি যে তার বলি।
মুখে মুখেই বলছে তারা
স্বদেশপ্রেমের কথা,
একবারও কেউ ভাবছেনাতো
যাচ্ছে এদেশ কোথা।
শান্তি কোথায় হারিয়ে গেল
পাচ্ছিনা তো খুঁজে,
আনতে পারে শান্তি যারা
রয়েছে চোখ বুজে।
তুমি আমি বাস না পেয়ে
গেলাম নাহয় হেটে
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
--------------------------
রচনাকাল: ১২/১১/২০১৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°
দিনমজুরের পেটে,
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
রাস্তাঘাটে চলতে গেলে
প্রাণ নিয়ে যাই হাতে,
হঠাৎ কখন দেখা মেলে
পিকেটারের সাথে।
হঠাৎ কখন আগুন লেগে
ঝলসে যে যায় দেহ,
শঙ্কা ছাড়া হচ্ছেনাতো
রাজপথে বের কেহ।
ক্ষমতারই লোভে তারা
করছে দলাদলি,
মধ্যে থেকে আমরা শুধু
হচ্ছি যে তার বলি।
মুখে মুখেই বলছে তারা
স্বদেশপ্রেমের কথা,
একবারও কেউ ভাবছেনাতো
যাচ্ছে এদেশ কোথা।
শান্তি কোথায় হারিয়ে গেল
পাচ্ছিনা তো খুঁজে,
আনতে পারে শান্তি যারা
রয়েছে চোখ বুজে।
তুমি আমি বাস না পেয়ে
গেলাম নাহয় হেটে
কেমন করে চলবে তারা?
খাচ্ছে যারা খেটে।
--------------------------
রচনাকাল: ১২/১১/২০১৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ২০/১১/২০১৩ক্ষমতা দখলে অন্ধ সবাই। ক্ষমতাই বর্তমানে রাজনীতিতে মুখ্য, জনসেবার কোন জায়গাই নাই বর্তমান রাজনীতিতে।
-
মীর শওকত ১৭/১১/২০১৩বাহ অসাধারণ ।
-
אולי כולנו טועים ১৪/১১/২০১৩অসাধারণ লিখেছেন।
-
জহির রহমান ১২/১১/২০১৩হরতালের জীবন্ত চেহারা!
সুন্দর উপস্থাপন প্রিয় কবি।
শুভ কামনা... -
Înšigniã Āvî ১২/১১/২০১৩osadharon
-
রাখাল ১২/১১/২০১৩খাচ্ছে যারা খেটে
অনাহারে আগুন জ্বলুক তাদের পেটে ।
তাতে বলুন, কী আসে যায় আপা ও ভাবীর
নিজের স্বার্থে, তোয়াক্কা নেই আমজনতার দাবীর । -
বৃষ্টিকণা ১২/১১/২০১৩এটা কি কবিতা? নাকি বাস্তবতার প্রতিচ্ছবি? অসাধারণ! সত্যিই অসাধারণ!
-
সায়েম খান ১২/১১/২০১৩আমার এইমাত্র লেখা কবিতাটি তারুণ্যের সকল পাঠক বন্ধুদের জন্য শেয়ার করলাম।