দুঃখের কাছে ঋনী
দুঃখ আমার অনেক আপন
যেমন ছোট ভাই,
ত্রিভূবনে এমন পরম
বন্ধু যে কেউ নাই।
সবাই আমায় পর ভেবে
দেয় যে ঠেলে দূরে,
দুঃখ আমায় ছাড়েনা কভূ
থাকে আঁকড়ে ধরে।
এই হৃদয়ে থাকবে লেখা
দুঃখ তোমার নাম,
আমায় তুমি করেছ ঋনী
তোমাকে সালাম...।
-------------------------------
রচনা কাল: ৩০/০৭/২০০৯ ইং
••••••••••••••••••••••••••
যেমন ছোট ভাই,
ত্রিভূবনে এমন পরম
বন্ধু যে কেউ নাই।
সবাই আমায় পর ভেবে
দেয় যে ঠেলে দূরে,
দুঃখ আমায় ছাড়েনা কভূ
থাকে আঁকড়ে ধরে।
এই হৃদয়ে থাকবে লেখা
দুঃখ তোমার নাম,
আমায় তুমি করেছ ঋনী
তোমাকে সালাম...।
-------------------------------
রচনা কাল: ৩০/০৭/২০০৯ ইং
••••••••••••••••••••••••••
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহিনী মোহন ০১/১২/২০১৩পড়ে দারুণ মজা পেলাম ।
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/১১/২০১৩বাহা, চমৎকার করে দুঃখকে বরণ করে নিয়েছেন। ভালো লেগেছে খুব। ধন্যবাদ।
-
রাখাল ১০/১১/২০১৩দুঃখ ই মানুষকে মানুষ বানায় ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩খুবই ভালো লাগলো। চমৎকার ছন্দ।
-
রোদের ছায়া ১০/১১/২০১৩দুঃখ দারিদ্র মানুষ কে খাঁটি করে এই কথাটি আপনার কবিতায় আবার পেলাম । বেশ, চালিয়ে যান লেখা।