তবুও ভালবাসি
বৈশাখী ঝড়ের মত
এসেছিলে তুমি মোর জীবনে,
হঠাৎ করে আবির্ভাব হলে
ধুমকেতুর মত মোর গগনে।
গোলাপ হয়ে ফুটলে তুমি
আমার মনের প্রেম কাননে,
মহারাণী হয়ে বসেছিলে তুমি
এই হৃদয়ের সিংহাসনে।
চলে গেলে আবার ঝড়ের মত
লন্ডভন্ড করে দিয়ে সব,
প্রতারণা তুমি করেছিলে শুধু
একথা জেনেও থেকেছি নীরব।
তোমায় নিয়ে লেখা কবিতাগুলো
পড়ি আর ভাবি তোমার স্মৃতি,
আজো বেঁচে আছে মোর সেই প্রেম
তুমি যে প্রেমের টেনেছ ইতি।
রাত জেগে আর তোমায় নিয়ে
হয়তো হবেনা কবিতা লেখা,
সারা জীবন সাধনা করেও
হয়তো পাবোনা তোমার দেখা।
স্বপ্নগুলো গড়বো তবু
নব উদ্যোমে চোখের জলে,
ঐ চাদটাকে দেখে নেব আমি
তোমায় দেখার ইচ্ছে হলে।
------------------------------
রচনাকাল: ০১/০৬/২০০৭ ইং
*****************
এসেছিলে তুমি মোর জীবনে,
হঠাৎ করে আবির্ভাব হলে
ধুমকেতুর মত মোর গগনে।
গোলাপ হয়ে ফুটলে তুমি
আমার মনের প্রেম কাননে,
মহারাণী হয়ে বসেছিলে তুমি
এই হৃদয়ের সিংহাসনে।
চলে গেলে আবার ঝড়ের মত
লন্ডভন্ড করে দিয়ে সব,
প্রতারণা তুমি করেছিলে শুধু
একথা জেনেও থেকেছি নীরব।
তোমায় নিয়ে লেখা কবিতাগুলো
পড়ি আর ভাবি তোমার স্মৃতি,
আজো বেঁচে আছে মোর সেই প্রেম
তুমি যে প্রেমের টেনেছ ইতি।
রাত জেগে আর তোমায় নিয়ে
হয়তো হবেনা কবিতা লেখা,
সারা জীবন সাধনা করেও
হয়তো পাবোনা তোমার দেখা।
স্বপ্নগুলো গড়বো তবু
নব উদ্যোমে চোখের জলে,
ঐ চাদটাকে দেখে নেব আমি
তোমায় দেখার ইচ্ছে হলে।
------------------------------
রচনাকাল: ০১/০৬/২০০৭ ইং
*****************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১০/১১/২০১৩ধুমকেতু যেমনি আসে তেমনি আবার হঠাৎ চলে যায়। খুব ভালো লেগেছে অনুযোগ প্রকাশক বিকল্প খোঁজার কবিতা
-
Înšigniã Āvî ০৮/১১/২০১৩osadharon...
-
জহির রহমান ০৮/১১/২০১৩"...স্বপ্নগুলো গড়বো তবু
নব উদ্যোমে চোখের জলে,
ঐ চাঁদটাকে দেখে নেব আমি
তোমায় দেখার ইচ্ছে হলে।"
-অসাধারণ লিখছেন কবি!
শুভেচ্ছা আর শুভকামনা... -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১১/২০১৩চরম বাস্তবতার বহিঃপ্রকাশ।দারুণ লিখেছেন।