www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ-দুঃখের সাথী

দুঃখ একটি সস্তা পণ্য,
তাইতো সবাই তারে
দান করে অকাতরে,
কেউ চায়না নিজের কাছে রাখতে।
আর আমি সেই দান
সাদরে গ্রহণ করি দু'হাত পেতে,
জমা রাখি বুকের ভিতরে।
বুকের পাজর গেছে ভেঙ্গে,
দুঃখের ভার সইতে না পেরে।
আর যে ক্ষমতা নাই দুঃখ বইবার,
তবুও মানুষ দুঃখ দেয় বারবার,
দুঃখগুলোকে মাথা পেতে নিতে
শুরু করলাম তারপর্।
একসময় তা-ও হয়ে গেল
বিরাট বোঝা,
আর যে বইতে পারিনা সে বোঝা।
মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে,
পড়ে আছি এখনো,
হে মানুষ,আর দুঃখ দিওনা,
আমি যে আর সইতে পারিনা।
কেউ কি পারোনা নিবিড় মমতায়
আমার বুকের সেই ভাঙ্গা পাজর
জোড়া লাগাতে?
কেউ কি পারোনা
আমার সুখ-দুঃখের সাথী হতে?
এমন কি কেউ নেই,
যার হাতে পরম নির্ভরতায় হাতটি রেখে
আমি পারবো উঠে দাড়াতে?
আর চাইনা দুঃখ নিতে
চাই নতুন জীবন গড়তে,
চাই উৎসাহ, চাই অনুপ্রেরণা।
কেউ কি নেই দেবার মত?
কেউ কি পাশে এসে পারেনা বলতে
এই ছেলে তুমি একা নও,
আমি আছি তোমার পাশে।
-------------------------------------
১৫/০৮/২০০৮ ইং তারিখে রচিত।
*********************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ০৬/১১/২০১৩
    বেশ সুন্দর !

    পাশে কাউকে পাবার আকুতি ফুটে উঠেছে কবিতার ভাবনায় ll
    • সায়েম খান ০৬/১১/২০১৩
      মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতাটির ভাবার্থ উপলব্ধি করার জন্য আবারো ধন্যবাদ।
  • বৃষ্টিকণা ০৬/১১/২০১৩
    আমরা আপনার পাশে আছি। এই ব্লগের সকল ভাই-বোন-বন্ধুরা আপনার পাশে সবসময় আছে।
  • কবির গহীনে থাকা গভীর আকুতি প্রকাশ পেয়েছে কবিতায়।সত্যিই দারুণ হয়েছে।
  • Înšigniã Āvî ০৬/১১/২০১৩
    khub sundor
  • মীর শওকত ০৬/১১/২০১৩
    চমৎকার গভীর আবেগের কবিতা।খুব সুন্দর হয়েছে।ভালো লাগলো।ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা
    • সায়েম খান ০৬/১১/২০১৩
      ধন্যবাদ মীর শওকত,আমার কবিতা পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য।
 
Quantcast