সুখ-দুঃখের সাথী
দুঃখ একটি সস্তা পণ্য,
তাইতো সবাই তারে
দান করে অকাতরে,
কেউ চায়না নিজের কাছে রাখতে।
আর আমি সেই দান
সাদরে গ্রহণ করি দু'হাত পেতে,
জমা রাখি বুকের ভিতরে।
বুকের পাজর গেছে ভেঙ্গে,
দুঃখের ভার সইতে না পেরে।
আর যে ক্ষমতা নাই দুঃখ বইবার,
তবুও মানুষ দুঃখ দেয় বারবার,
দুঃখগুলোকে মাথা পেতে নিতে
শুরু করলাম তারপর্।
একসময় তা-ও হয়ে গেল
বিরাট বোঝা,
আর যে বইতে পারিনা সে বোঝা।
মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে,
পড়ে আছি এখনো,
হে মানুষ,আর দুঃখ দিওনা,
আমি যে আর সইতে পারিনা।
কেউ কি পারোনা নিবিড় মমতায়
আমার বুকের সেই ভাঙ্গা পাজর
জোড়া লাগাতে?
কেউ কি পারোনা
আমার সুখ-দুঃখের সাথী হতে?
এমন কি কেউ নেই,
যার হাতে পরম নির্ভরতায় হাতটি রেখে
আমি পারবো উঠে দাড়াতে?
আর চাইনা দুঃখ নিতে
চাই নতুন জীবন গড়তে,
চাই উৎসাহ, চাই অনুপ্রেরণা।
কেউ কি নেই দেবার মত?
কেউ কি পাশে এসে পারেনা বলতে
এই ছেলে তুমি একা নও,
আমি আছি তোমার পাশে।
-------------------------------------
১৫/০৮/২০০৮ ইং তারিখে রচিত।
*********************
তাইতো সবাই তারে
দান করে অকাতরে,
কেউ চায়না নিজের কাছে রাখতে।
আর আমি সেই দান
সাদরে গ্রহণ করি দু'হাত পেতে,
জমা রাখি বুকের ভিতরে।
বুকের পাজর গেছে ভেঙ্গে,
দুঃখের ভার সইতে না পেরে।
আর যে ক্ষমতা নাই দুঃখ বইবার,
তবুও মানুষ দুঃখ দেয় বারবার,
দুঃখগুলোকে মাথা পেতে নিতে
শুরু করলাম তারপর্।
একসময় তা-ও হয়ে গেল
বিরাট বোঝা,
আর যে বইতে পারিনা সে বোঝা।
মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে,
পড়ে আছি এখনো,
হে মানুষ,আর দুঃখ দিওনা,
আমি যে আর সইতে পারিনা।
কেউ কি পারোনা নিবিড় মমতায়
আমার বুকের সেই ভাঙ্গা পাজর
জোড়া লাগাতে?
কেউ কি পারোনা
আমার সুখ-দুঃখের সাথী হতে?
এমন কি কেউ নেই,
যার হাতে পরম নির্ভরতায় হাতটি রেখে
আমি পারবো উঠে দাড়াতে?
আর চাইনা দুঃখ নিতে
চাই নতুন জীবন গড়তে,
চাই উৎসাহ, চাই অনুপ্রেরণা।
কেউ কি নেই দেবার মত?
কেউ কি পাশে এসে পারেনা বলতে
এই ছেলে তুমি একা নও,
আমি আছি তোমার পাশে।
-------------------------------------
১৫/০৮/২০০৮ ইং তারিখে রচিত।
*********************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৬/১১/২০১৩
-
বৃষ্টিকণা ০৬/১১/২০১৩আমরা আপনার পাশে আছি। এই ব্লগের সকল ভাই-বোন-বন্ধুরা আপনার পাশে সবসময় আছে।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩কবির গহীনে থাকা গভীর আকুতি প্রকাশ পেয়েছে কবিতায়।সত্যিই দারুণ হয়েছে।
-
Înšigniã Āvî ০৬/১১/২০১৩khub sundor
-
মীর শওকত ০৬/১১/২০১৩চমৎকার গভীর আবেগের কবিতা।খুব সুন্দর হয়েছে।ভালো লাগলো।ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা
পাশে কাউকে পাবার আকুতি ফুটে উঠেছে কবিতার ভাবনায় ll