www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভয়েস চ্যাট

অকারণে মোবাইল ব্যালেন্স
ফুরাতে যারা চান,
২৮২৮ ডায়াল করে
পেতে রাখুন কান।
প্রশ্ন নিশ্চয়ই জাগছে মনে
হোয়াট ইজ দ্যাট?
২৮২৮ মানে হলো
ডিজুস ভয়েস চ্যাট।
মনের মত বন্ধু পেতে
করেছিলাম কল,
বন্ধু না পেয়ে পেলাম
কৃতকর্মের ফল।
বন্ধু খুঁজছি মোবাইলের
নির্দেশনা শুনে,
মেয়েদের নামের সেঞ্চুরীটা
করলাম গুনে গুনে।
নাম শুনে যেইনা আমি
কথা বলতে চাই,
মিনিট খানেক ব্যান্ডের গান
শুনতে আগে পাই।
তারপরেতে এক ম্যাডাম
মিষ্টি কন্ঠে বলেন,
এই বন্ধুটি বিজি আছে
সামনের দিকে চলেন।
এইভাবেতে চলতে চলতে
একশো যখন পার,
নিরাশ হয়ে ভাবলাম আমি
নেই প্রয়োজন আর্।
লাইনটাকে কেটে দিয়ে
ব্যালেন্স দেখার পর,
গায়ে যেন আসলো আমার
একশো ডিগ্রী জ্বর।
তিনশো টাকা থেকে নেমে
ব্যালেন্স হলো ছয়,
আমার মত দশা যেন
আর কারও না হয়।
--০০--০০--০০--০০--০০--
রচনাকাল: ১৮-০৩-২০০৯ ইং।
ভয়েস চ্যাট আইডি: ২৮২৮১০০৫৪৯৫৪৪।
***************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোহিনী মোহন ০১/১২/২০১৩
    পড়ে দারুণ মজা পেলাম ।
  • ইসমাত ইয়াসমিন ১১/১১/২০১৩
    সত্যি অনেক ভাল লাগল কবিতাটা।শুভেচ্ছা জানবেন কবি। আমি কবিতা লিখতে পারিনা।
  • বৃষ্টিকণা ০৫/১১/২০১৩
    অসাধারণ একটি কবিতা। সত্যিই অনেক ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন কবি।
    • সায়েম খান ০৫/১১/২০১৩
      আপনাকেও অনেক ধন্যবাদ। সবসময় আপনাদেরকে পাশে পেয়ে সত্যিই আমি অভিভূত।
  • মীর শওকত ০৪/১১/২০১৩
    অসাধারণ লিখনী । সমাজকে কলুষমুক্ত করতে এরকম লিখনী আরও প্রয়োজন । আশা করি আপনার দক্ষ হাতের লিখনীতে এই সমাজটাকে গড়ে তুলবেন অসীম মমতায় । অনেক ভালবাসা জানবেন কবি ।
    • সায়েম খান ০৫/১১/২০১৩
      মীর শওকত কে অনেক ধন্যবাদ
      আমাকে অনুপ্রাণিত করবার জন্য সেইসাথে অনেক ভালবাসা রইলো।
      দোয়া করবেন। আগামীতেও পাশে দেখতে চাই।
  • אולי כולנו טועים ০৪/১১/২০১৩
    বেশ সুন্দর লিখেছেন।
    শুভেচ্ছা রইলো।
  • suman ০৪/১১/২০১৩
    দারুণ অভিজ্ঞতা !!!
  • দারুণ দারুণ! চমৎকার হয়েছে।কিন্তু কি? কবিতা নাকি আপনার ধরা।হা হা হা আরে ভাই দুটোই।প্রথমত খুবই সুন্দর ছন্দের কবিতা র জন্য অজস্র ধন্যবাদ।আর আপনার ধরা খাওয়া নিয়ে কোন দুঃখ প্রকাশ করব না।কারণ, ভাই কি দরকার মূলবান সময় অযথা না জানা মেয়েদের পিছনে খরচ করার।জানা শোনা কারও জন্য খরচ করুন ইনশাআল্লাহ একদিন না একদিন এর প্রতিদান পাবেন।ধন্যবাদ এবং সেই সাথে দুঃখিত মন্তব্যের জন্য।
    • সায়েম খান ০৪/১১/২০১৩
      ধরা খেয়েছিলাম বলেই কিন্তু আপনাদেরকে সতর্ক করতে পারছি। আমাদের অঞ্চলে একটা কথা প্রচলিত আছে- 'শিখেছি কোথায়? ঠেকেছিল যেথায়।' ধন্যবাদ সাথে থাকার জন্য।
  • জহির রহমান ০৪/১১/২০১৩
    আমিও করছিলাম। কিন্তু কখনো কারো সাথে কথা বলতে পারিনি। আইডিটাও ভুলে গেছি। তবে কবিতা লেখা যায় এরকম আইডিয়া মাথায় আসেনি। আর ধরাটাও আমি এতবড় খাইনি।
    - অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।
    শুভকামনা...
    • সায়েম খান ০৪/১১/২০১৩
      ধন্যবাদ জহির রহমান, আপনার-আমার মত আর কাউকে যেন এরকম ধরা খেতে না হয় এজন্যই আমার এ ক্ষুদ্র আয়োজন। আগামীতে আবার পাশে পাব আশাকরি।
 
Quantcast