প্রত্যাশা এবং প্রাপ্তি
চাইনি তো কারো ভালবাসা,
চেয়েছিলাম
ঘৃণা থেকে পরিত্রাণ।
অথচ; কি কপাল আমার,
পেয়েছি শুধুই অপমান।
চাইনি তো অপার সৌন্দর্য্য,
চেয়েছিলাম
কুৎসিত থেকে থাকতে দূরে।
অথচ; কি হতভাগা আমি,
কুৎসিত থাকে আমায় ঘিরে।
চাইনি তো সুখ আমি,
চেয়েছিলাম
দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি।
অথচ; কি দুর্ভাগ্য আমার,
দুঃখই হলো শেষ পরিণতি।
------------------------------
১০/১০/২০০২ তারিখে রচিত।
----০০০-----০০০-----০০০----
চেয়েছিলাম
ঘৃণা থেকে পরিত্রাণ।
অথচ; কি কপাল আমার,
পেয়েছি শুধুই অপমান।
চাইনি তো অপার সৌন্দর্য্য,
চেয়েছিলাম
কুৎসিত থেকে থাকতে দূরে।
অথচ; কি হতভাগা আমি,
কুৎসিত থাকে আমায় ঘিরে।
চাইনি তো সুখ আমি,
চেয়েছিলাম
দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি।
অথচ; কি দুর্ভাগ্য আমার,
দুঃখই হলো শেষ পরিণতি।
------------------------------
১০/১০/২০০২ তারিখে রচিত।
----০০০-----০০০-----০০০----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরিয়ান খান ০৩/১১/২০১৩কোন এক বিখ্যাত ব্যক্তি বলেছিলেন 'জ্ঞানী লোকেরা কখনো সুখের সন্ধান করেনা,তারা কামনা করে দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি।' আপনার কবিতাটি পড়ে সেই নীতিবাক্যটি মনেপড়ে গেল। অনেক ধন্যবাদ, সত্যিই আপনি জ্ঞানী।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৩/১১/২০১৩চমৎকার ভালো লেগেছে খুব।
-
Înšigniã Āvî ০৩/১১/২০১৩nischoi sobaar valobasa paben