www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি না এলে

বাংলার কত বীর মুক্তিযোদ্ধা
শহীদ হবার পর,
বাংলার কত দুঃখিনী মায়ের বুক
খালি করার পর,
বাংলার কত কৃষক,শ্রমিক,রিকশাওয়ালার
রক্ত ঝড়ার পর,
তুমি এলে স্বাধীনতা।

হে প্রিয় স্বাধীনতা
তুমি না এলে
এই বাংলায় মুক্তবাতাস
বইতোনা কোনদিন।
তুমি না এলে
এই বাংলার হাজার শহীদের রক্ত
বৃথা যেত,
তুমি না এলে
রাজাকার-আলবদররা এদেশটাকে
কুড়ে কুড়ে খেত,
তুমি না এলে
এই বাংলায় স্বাধীন পতাকা
উড়তোনা কোনদিন।
তুমি না এলে
বাংলার মানুষ প্রাণখুলে
কথা বলতে পারতোনা,
তুমি না এলে দুঃখিনী মায়ের
খোদার কাছে প্রার্থনা বৃথা যেত।

তবুও কি এদেশ স্বাধীন?
না। এখনো দেশে অরাজকতা
বোমাবাজ-গুন্ডা-মাস্তানদের ভয়ে
এখনো মানুষ শংকিত।
হে প্রিয় স্বাধীনতা
তুমি আবার কবে আসবে
এই বাংলায়...?
---------------------------
রচনাকাল: ০৭/০২/২০০৩ ইং
বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল থাকায় কবিতাটি প্রকাশ করা হলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রবাসী পাঠক ২০/১১/২০১৩
    হে প্রিয় স্বাধীনতা
    তুমি আবার কবে আসবে
    এই বাংলায়...?
    অসাধারন একটি কবিতা ।
    প্রিয়তে রাখলাম।
  • বিজয় এসেছে কিন্তু মুক্তি কি এসেছে?
  • সত্যিই তো আমরা কি আজো স্বাধীন হতে পেরেছি।আমরা সাধারণ জনগণ এখনো জিম্মি।ধন্যবাদ আপনার সময়োপযোগী একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
    • সায়েম খান ০২/১১/২০১৩
      ধন্যবাদ সাখাওয়াত ভাই, আমার কবিতাটির প্রসংসা করার জন্য।
  • বৃষ্টিকণা ০১/১১/২০১৩
    সত্যিই অসাধারণ একটি কবিতা, বাস্তবতার আলোকে এমন একটি কবিতা প্রকাশের জন্য কবি সায়েম খান কে অনেক অনেক অভিনন্দন।
    • সায়েম খান ০১/১১/২০১৩
      ধন্যবাদ বৃষ্টিকণা,আমি সবসময় চেষ্টা করি ভাল একটি কবিতা আপনাদেরকে উপহার দেয়ার জন্য, জানিনা কতটুকু সার্থক হয়েছি। বিচারের দায়িত্ব আপনাদের্।
  • মীর শওকত ০১/১১/২০১৩
    একেবারে বাস্তবতার সাথে সম্পৃক্ত কবিতা ।যা মানুষের মনে শক্তিশালী ভাবনা এনে দেয় ।অনেক ধন্যবাদ কবি এরকম একটি কবিতা উপহার দেবার জন্য ।
    • সায়েম খান ০১/১১/২০১৩
      মীর শওকত কে অনেক ধন্যবাদ, আপনাদের প্রেরণা ও ভালবাসা নিয়ে বহুদূর এগিয়ে যেতে চাই। দোয়া করবেন।
 
Quantcast