তুমি না এলে
বাংলার কত বীর মুক্তিযোদ্ধা
শহীদ হবার পর,
বাংলার কত দুঃখিনী মায়ের বুক
খালি করার পর,
বাংলার কত কৃষক,শ্রমিক,রিকশাওয়ালার
রক্ত ঝড়ার পর,
তুমি এলে স্বাধীনতা।
হে প্রিয় স্বাধীনতা
তুমি না এলে
এই বাংলায় মুক্তবাতাস
বইতোনা কোনদিন।
তুমি না এলে
এই বাংলার হাজার শহীদের রক্ত
বৃথা যেত,
তুমি না এলে
রাজাকার-আলবদররা এদেশটাকে
কুড়ে কুড়ে খেত,
তুমি না এলে
এই বাংলায় স্বাধীন পতাকা
উড়তোনা কোনদিন।
তুমি না এলে
বাংলার মানুষ প্রাণখুলে
কথা বলতে পারতোনা,
তুমি না এলে দুঃখিনী মায়ের
খোদার কাছে প্রার্থনা বৃথা যেত।
তবুও কি এদেশ স্বাধীন?
না। এখনো দেশে অরাজকতা
বোমাবাজ-গুন্ডা-মাস্তানদের ভয়ে
এখনো মানুষ শংকিত।
হে প্রিয় স্বাধীনতা
তুমি আবার কবে আসবে
এই বাংলায়...?
---------------------------
রচনাকাল: ০৭/০২/২০০৩ ইং
বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল থাকায় কবিতাটি প্রকাশ করা হলো।
শহীদ হবার পর,
বাংলার কত দুঃখিনী মায়ের বুক
খালি করার পর,
বাংলার কত কৃষক,শ্রমিক,রিকশাওয়ালার
রক্ত ঝড়ার পর,
তুমি এলে স্বাধীনতা।
হে প্রিয় স্বাধীনতা
তুমি না এলে
এই বাংলায় মুক্তবাতাস
বইতোনা কোনদিন।
তুমি না এলে
এই বাংলার হাজার শহীদের রক্ত
বৃথা যেত,
তুমি না এলে
রাজাকার-আলবদররা এদেশটাকে
কুড়ে কুড়ে খেত,
তুমি না এলে
এই বাংলায় স্বাধীন পতাকা
উড়তোনা কোনদিন।
তুমি না এলে
বাংলার মানুষ প্রাণখুলে
কথা বলতে পারতোনা,
তুমি না এলে দুঃখিনী মায়ের
খোদার কাছে প্রার্থনা বৃথা যেত।
তবুও কি এদেশ স্বাধীন?
না। এখনো দেশে অরাজকতা
বোমাবাজ-গুন্ডা-মাস্তানদের ভয়ে
এখনো মানুষ শংকিত।
হে প্রিয় স্বাধীনতা
তুমি আবার কবে আসবে
এই বাংলায়...?
---------------------------
রচনাকাল: ০৭/০২/২০০৩ ইং
বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল থাকায় কবিতাটি প্রকাশ করা হলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ২০/১১/২০১৩
-
রাশেদ আহমেদ শাওন ১৩/১১/২০১৩বিজয় এসেছে কিন্তু মুক্তি কি এসেছে?
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০১/১১/২০১৩সত্যিই তো আমরা কি আজো স্বাধীন হতে পেরেছি।আমরা সাধারণ জনগণ এখনো জিম্মি।ধন্যবাদ আপনার সময়োপযোগী একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
-
বৃষ্টিকণা ০১/১১/২০১৩সত্যিই অসাধারণ একটি কবিতা, বাস্তবতার আলোকে এমন একটি কবিতা প্রকাশের জন্য কবি সায়েম খান কে অনেক অনেক অভিনন্দন।
-
মীর শওকত ০১/১১/২০১৩একেবারে বাস্তবতার সাথে সম্পৃক্ত কবিতা ।যা মানুষের মনে শক্তিশালী ভাবনা এনে দেয় ।অনেক ধন্যবাদ কবি এরকম একটি কবিতা উপহার দেবার জন্য ।
তুমি আবার কবে আসবে
এই বাংলায়...?
অসাধারন একটি কবিতা ।
প্রিয়তে রাখলাম।